নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি, এবার পঞ্চায়েতেও জিতব! পটাশপুরের সভা থেকে হুঙ্কার শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ বহু টানাপোড়েনের পর রবিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে (Patashpur) ছিল বিজেপির (BJP) বিশাল জনসভা। আর সেখান থেকেই একের পর এক মন্তব্য করে শাসকদল ও রাজ্য পুলিশকে একজোটে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তৃণমূলকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ” মিথ্যা মামলা, ভয় দেখিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তাতে কোনও লাভই হবে না। পথে আমি নামবোই। ”

প্রথমে এই সভায় প্রশাসনিক বাধা এলেও পরে আদালতের দ্বারা সম্মতি মিললে স্বমহিমায় ধরা দেন নন্দীগ্রামের বিধায়ক। রাজ্য পুলিশের কড়া সমালোচনা এক হাত নিয়ে শুভেন্দু বলেন, “সামনে পঞ্চায়েত ভোট আছে। সেটা আমি সামলে নেবো। পুলিশ তৃণমূলকে বাঁচাতে পারবে না। পশ্চিমবঙ্গে পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। এখানকার চুনোপুঁটিদের কী ওষুধ দিতে হবে তা আমার জানা আছে।”

শুধু তাই নয়, সরাসরি পটাশপুরের ওসি সম্পর্কে তোপ দেগে শুভেন্দু বলেন, “খুব তাড়াতাড়ি আমি আবার পটাশপুরে সভা করব। আপনারা ভয় পাবেন না। আমি রাস্তায় আছি। মিথ্যে মামলা দিয়ে ভয় দেখিয়ে কোনও লাভ হবে না। আমি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। আপনারা প্রস্তুত থাকুন পঞ্চায়েতেও আমরা জিতব। ”

প্রসঙ্গত, ময়নার বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুইঁয়ার মৃত্যুর প্রতিবাদে সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় অবরোধ কর্মসূচির ডাক দেয় বিজেপি। কিন্তু সেই অবরোধে কর্মীদের পর লাঠিচার্জ চালায় বলে অভিযোগ বিজেপির।

suvendu adhikari

এই নিয়েই গত সপ্তাহে এক প্রতিবাদ সভার ডাক দেয় গেরুয়া বাহিনী। তবে প্রশাসনিক অনুমতি না মেলায় এর বদলে পথসভা হয়। এরপর সভার অনুমতি চেয়ে হাইকোর্টে ছোটেন শুভেন্দু। আদালত অনুমতি দেওয়ার পর গতকাল সভা করেন বিরোধী দলনেতা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর