‘এই দেউলিয়া ভিখারি তৃণমূল সিভিকদের থেকেও কাটমানি নিচ্ছে …!’, মমতা সরকারকে তুলোধোনা শুভেন্দুর

   

বাংলা হান্ট ডেস্ক : আজ সারাদিন বিভিন্ন সময়ে তৃণমূল সরকারকে (Trinamool Government) আক্রমণ করে গেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কখনও পটাশপুরের জনসভা থেকে, কখনও বা সোশ্যাল মিডিয়ায়, নন্দিগ্রামের বিধায়কের তিরের নিশানা সবসময়ই তাক করা তৃণমূলের (Trinamool Congress) দিকে।

শুভেন্দু এদিন ফেসবুকে লেখেন, ‘এই দেউলিয়া, ভিখারি সরকারের এমন দিন এসেছে যে সামান্য নো ওয়ার্ক নো পে-তে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের থেকেও কাটমানি আদায় করছে। বছরে ৩০০ টাকা মমতা পুলিস ওয়েলফেয়ার বোর্ড-এর নামে তোলা আদায় করা হয় সিভিক ভলান্টিয়ারদের থেকে, যারা বেতন পায় মাত্র ৯০০০ টাকা।’

বিরোধী দলনেতা আরও লেখেন, ‘নির্বাচনের মুখে ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছে মমতা পুলিস ওয়েলফেয়ার বোর্ড। প্রায় ১ লক্ষ ১৫ হাজার সিভিকদের বেতন থেকে ১৫০ টাকা কেটেছে, অর্থাৎ ১ কোটি ৭২ লক্ষ ৫০ হাজার টাকা তুলে নিয়েছে।’

mamata suvendu wb

বিজেপি বিধায়কের ফেসবুক অ্যাকাউন্টে দেখা যায় তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে প্রায় ১ লক্ষ ১৫ হাজার সিভিক কর্মরত, যাদের না আছে ভবিষ্যতের নিশ্চয়তা না রয়েছে আর্থিক নিশ্চয়তা। সামান্য বেতন বাদে নেই কোন পিএফ এবং গ্রাচ্যুইটি। তাদের কাজ ট্রাফিক নিয়ন্ত্রণ করা অথচ তাদের মাথায় কাঁঠাল ভেঙ্গে সব কাজই প্রায়ই করিয়ে নেওয়া হয়।’

সরাসরি তৃণমূলকে আঘাত হেনে শুভেন্দু বলেন, ‘এই সিভিকদের মধ্যে ১০ শতাংশ শাসক দল ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নিয়মিত পথে ঘাটে তোলাবাজি করে; ট্রাক চালক, অটো অথবা টোটো চালক এবং মোটরসাইকেল আরোহীদের উত্যক্ত করে টাকা উপার্জন করে। এদের আয়ের পথ প্রশস্ত। এরাই বিরোধী রাজনৈতিক কর্মীদের খেদায়, নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করে।’

এদিন শুভেন্দু অধিকারী লেখেন, ‘বেশিরভাগই নিষ্ঠার সাথে কাজ করে চলেছে নিজেদের ও পরিবারের পেটের দায়ে। মাননীয়া বিভিন্ন সময়ে এদের ভাঁওতা দিয়েই যাচ্ছেন। একজন কনস্টেবলের বেতনে চার জন সিভিক দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে এই ভিখারি সরকার। আমি সিভিক ভাইদের এই করুণ অবস্থার জন্য অত্যন্ত দুঃখিত।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর