বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা খাতে বাংলায় অর্থ সাহায্যে করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাংলায় অর্থ বরাদ্দ করার জন্য নন্দীগ্রামের সাংসদ ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে।
এদিন নিজের ফেসবুক একাউন্ট থেকে শুভেন্দু লেখেন, ‘আমি মাননীয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতি রাজ মন্ত্রী শ্রী গিরিরাজ সিং জি ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের উন্নয়নে এই পদক্ষেপ গ্রহণ করার জন্য। কেন্দ্রীয় সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ও অর্থ সাহায্যে পশ্চিমবঙ্গে প্রচুর গ্রামীণ সড়ক ইতিমধ্যে তৈরি হয়েছে। আমাদের আশা ২০২৫ সালের মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় পশ্চিমবঙ্গে প্রায় ৬০০০ কিলোমিটার রাস্তা তৈরি হবে, মোট ৫৫০০ কোটি টাকা ব্যয় করে।’
এরই সঙ্গে শুভেন্দু মনে করিয়ে দেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক কয়েকটি শর্ত দিয়েছে রাজ্য সরকারকে। সবকটি শর্ত এক এক তিনি লিখেও দেন নিজের ফেসবুকে।
তিনি লেখেন, “১) নির্মিত রাস্তার দুপাশে সাইন বোর্ড দিতে হবে, যেখানে প্রকল্পের সঠিক নাম, এক্ষেত্রে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লিখতে হবে ও লোগো আঁকতে হবে।
২) রাস্তার উদ্বোধন স্থানীয় সাংসদ কে দিয়ে করাতে হবে।
৩)ভবিষ্যতে যে রাস্তা নির্মাণ হবে তার পরিকল্পনায় স্থানীয় সাংসদের অংশগ্রহণ আবশ্যিক। এছাড়াও রোড সেফ্টি তথা সড়ক নির্মাণের সময় যাত্রী সুরক্ষা, বৃক্ষায়ন ও অন্যান্য কয়েকটি নির্দেশিকা ও রয়েছে।’
শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের স্টিকার সরকার নিয়ম পালন করবে, এই ব্যাপারে আমি সন্দিহান।’ উদাহরণ স্বরূপ একটি ছবি আপলোড করে তিনি বলেন, ‘দেখুন, দিন কয়েক আগেই তমলুকের রাজাবল্লভপুর থেকে মিলন নগর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, তার পাশে আগে যে সাইন বোর্ড ছিল তাতে নাম লেখা ছিল “প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা”। কিন্তু হঠাৎ করে আবার সাইন বোর্ড পরিবর্তন করে নাম লেখা হয়েছে ‘বাংলা গ্রামীণ সড়ক যোজনা। আমার বিশ্বাস এইরকম উদাহরণ সারা রাজ্য জুড়ে ভুরি ভুরি রয়েছে।’