‘রাজ্যে CAA কার্যকর হবে, ক্ষমতা থাকলে আটকান’, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ ‘বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা হবে। ক্ষমতা থাকলে আটকে দেখান’, ঠাকুরনগরে (Thakurnagar) পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশ্যে এক প্রকার চ্যালেঞ্জ করে বসলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনকি, গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্যতামূলক সাক্ষাৎ-কে দূরে সরিয়ে এদিন শুভেন্দুর হুঁশিয়ারি, “ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো।”

এদিন মতুয়া সম্প্রদায়ের মানুষের মাঝে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধিতার নাম করে উস্কানি এবং হেনস্থা করা হয়ে চলেছে। তবে আমাদের রাজ্যে সিএএ কার্যকর হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদি ক্ষমতা থাকে, তাহলে আটকে দেখান।”

শুভেন্দু আরো বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেদাভেদ করেন না। caa কখনোই কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। সবাইকে সমান নাগরিকত্ব দেওয়া হবে। সিএএ বিরোধী নেত্রীকে হুঁশিয়ারি দিতে হতো। সেই জন্যই এই সভা। ওনাকে প্রাক্তন বানিয়ে ছাড়বো।” শুভেন্দুর পাশাপাশি বিজেপি নেতা শান্তনু ঠাকুর বলেন, “সিএএ কেউ আটকাতে পারবে না। যদি রাজ্য সরকার চায়, তাহলেও নয়। এই আইন কার্যকর করা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে সক্ষম হবেন না।”

উল্লেখ্য, কয়েকদিন পূর্বেই CAA ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি আবার ক্যা ক্যা শুরু করে দিয়েছে। ভোট এলেই ওদের মুখে ক্যা ক্যা শোনা যায়। ভালো করে শুনুন, এখানে এসব করতে দেবো না। বিজেপি এখান-ওখান থেকে কিছু মানুষকে অনুপ্রবেশ করাতে চায়। তাদেরকে নাগরিকত্ব দিয়ে আপনাদেরকে (মতুয়া) ছোট করার প্রচেষ্টা করা হয়ে চলেছে। তবে আমি কখনোই সিএএ হতে দেব না।” আর এবার মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ শানালেন শুভেন্দু।

Untitled design 23 3

প্রসঙ্গত, ২০১৯ সালে মোদী সরকারের তরফ থেকে সিএএ সংক্রান্ত বিল পাশ করা হলেও পরবর্তীতে বিরোধী দল এবং দেশবাসীর বিক্ষোভের মুখে পড়ে পিছু হটতে হয় তাদের। তবে এক্ষেত্রে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা হবে বলে অতীতে একাধিকবার দাবি করে বিজেপি নেতা-মন্ত্রীরা। এদিন ঠাকুরনগরে পৌঁছে পুরনো সেই অস্ত্রেই শান দিলেন শুভেন্দু অধিকারী।


Sayan Das

সম্পর্কিত খবর