‘NRC নিয়ে ভুল বুঝিয়ে ভোটের আগেই ৮ মুসলিমের প্রাণ নিল মমতার সরকার’ নজিরবিহীন আক্রমণে শুভেন্দু

বাংলা হান্ট ডেস্ক : ফের সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে (Trinamool Congress) নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত পশ্চিমবঙ্গ (West Bengal)। ইতিমধ্যেই হিংসায় প্রাণ গেছে ৮ জনের। এই ঘটবার পুরো দায় রাজ্যের বিরোধী দলনেতা চাপিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপর। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বড়সড় পোস্ট শেয়ার করেছেন নন্দীগ্রামের বিধায়ক।

নিজের পোস্টে শুভেন্দু লেখেন, ‘এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যা প্ররোচনা দিয়েছেন তার ফলাফল আজ বাংলা নিজের চোখে দেখছে। সংখ্যালঘু সম্প্রদায়কে ভুল বুঝিয়ে ও আতঙ্কগ্রস্ত করে গত বিধানসভা নির্বাচনে ওনাদের ৯১% ভোট আদায় করে নিয়েছিলেন ঠিকই, কিন্তু বিগত ২ বছর সময়কালে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বুঝতে পেরেছেন যে কিভাবে তাদের বোকা বানানো হয়েছে। ভোটের বিনিময়ে পেয়েছেন অনুন্নয়ন।

নন্দীগ্রামের বিধায়ক লেখেন, ‘চাকরি লুঠ হয়েছে তাদের বাড়ির মেধাবী চাকরিপ্রার্থীদেরও। এসএসসি দুর্নীতি তো ছিলই, গতকালের খবর, মাদ্রাসায় নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে প্রায় ৫৫০ জনের নিয়োগ নাকি হয়েছে ভুয়ো নথির ভিত্তিতে। এর ফলে এই সম্প্রদায়ের লোকজন তোলামূল দলের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন।’

এবার কার্যত হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, ‘এই ভোটব্যাঙ্ক সরে গেলে যে বিপর্যয় আসন্ন তা উপলব্ধি করতে পেরে, মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্প্রদায়ের লোকজনের মধ্যেই লড়াই বাঁধিয়ে দিলেন, যাতে একাংশের সমর্থন ধরে রাখতে পারেন। ফলস্বরূপ পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই এই নক্কারজনক হিংসা এবং হানাহানির ঘটনা ঘটেই চলেছে।’

suvendu mamata

এর পরই রাজ্যের বিরোধী দলনেতা সরব হন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া চলাকালীন হিংসা নিয়ে। এই হিংসায় এখনও পর্যন্ত যারা মারা গেছেন তাদের তালিকাও দিয়েছেন। ১) ফুলচাঁদ শেখ (খড়গ্রাম; মুর্শিদাবাদ), ২) মোজাম্মেল শেখ (নবগ্রাম; মুর্শিদাবাদ), ৩) সেলিম মোল্লা (ভাঙড়; দক্ষিণ ২৪ পরগনা), ৪) রশিদ মোল্লা (ভাঙড়; দক্ষিণ ২৪ পরগনা), ৫) মহিউদ্দিন মোল্লা (ভাঙড়; দক্ষিণ ২৪ পরগনা), ৬) মুস্তাফা শেখ (সুজাপুর; মালদা), ৭) শম্ভু দাস (দিনহাটা; কোচবিহার), ৮) মনসুর আলম (চোপড়া; উত্তর দিনাজপুর)।

এরপর শুভেন্দু আরও লেখেন, ‘মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কিছু তথ্য চেপে দিচ্ছে প্রশাসন, আবার অনেকে গুলিবিদ্ধ হয়ে অথবা বোমা বিস্ফোরণের আঘাতে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। তাঁদের শারীরিক পরিস্থিতি এখনো সংকটজনক।’

নন্দীগ্রামের বিধায়ক মমতাকে নিশানা করে বলেন, ‘বিধানসভা নির্বাচনের সময় মমতা ব্যানার্জীকে বিশ্বাস করে যারা ভোট দিয়েছিলেন আজ তাদের অধিকাংশেরই মোহ ভঙ্গ হয়েছে।এই মৃত্যু মিছিল এবং লাগামহীন সন্ত্রাসের জন্য দায়ী শুধুমাত্র মমতা ব্যানার্জী এবং অনুপ্রাণিত নির্বাচন কমিশনার রাজীব সিনহা।’

Sudipto

সম্পর্কিত খবর