আর্থিক বরাদ্দ নেই, রাস্তাশ্রী প্রকল্পের নামে ঢপের চপ দিচ্ছেন মুখ্যমন্ত্রীঃ শুভেন্দু অধিকারী

বাংলা হান্ট ডেস্ক : ফের রাজ্য সরকারি প্রকল্পকে নিশানা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।’পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য ‘রাস্তাশ্রী’ প্রকল্পের নামে ঢপের চপ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রকল্পের জন্য কোনও অর্থ বরাদ্দ করেনি রাজ্য সরকার। তাই ঠিকাদাররা রাস্তার কাজ করলেও কোনও পেমেন্ট পাবেন না।’ বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন শুভেন্দু বলেন, ‘আইপ্যাক মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোকে বুদ্ধি দিয়েছে। রাস্তা সারাতে হবে। গ্রামে – গঞ্জে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গত ১০ বছরে একটাও রাস্তা করেননি। উল্টে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বাংলা গ্রাম সড়ক যোজনা নাম দিয়ে স্টিকার লাগিয়ে বেড়িয়েছেন’।

শুভেন্দুর আরও অভিযোগ, ‘মুখ্যমন্ত্রী ১১,৫০০ কিলোমিটার রাস্তা তৈরির নামে আরেকটি মিথ্যা প্রতিশ্রুতি ও ঢপের চপ দিচ্ছেন। এই রাস্তার জন্য না কি ৩০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ১৫ মার্চ মুখ্যমন্ত্রীর এই ১১,৫০০ কিলোমিটার রাস্তা সারাইয়ের শিলান্যাস করার কথা। আমি পশ্চিমবঙ্গে গত ২ বছর বকেয়া না পাওয়া ঠিকাদারদের কাছে অনুরোধ করব আপনারা এই রাস্তার কাজ করবেন না। এই রাস্তার কাজে কোনও অর্থ বরাদ্দ হয়নি।’

suvendu mamata

 

নন্দীগ্রামের সাংসদ আরও বলেন, ‘মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কোনও লিখিত নির্দেশ নেই। মুখে ফোন করে বলেছেন জেলাশাসকদের। তারা প্রতিটা ব্লকে – অঞ্চলে ২টো ৩টে রাস্তা চিহ্নিত করে নারকেল ফাটানোর ব্যবস্থা করেছেন ১৫ মার্চ। এই রাস্তা কোনও প্রকল্পের অধীনে মেরামত হচ্ছে না। পঞ্চায়েত নির্বাচনের আগে ইট পড়ছে, রাস্তা হচ্ছে এরকম একটা জিগির তুলে মমতা বন্দ্যোপাধ্যায় চুরির লাইসেন্সটা রিনিউ করাতে চান। ঠিকাদারদের অনুরোধ করব, এই রাস্তার কাজ কেউ করবেন না। এক টাকাও পেমেন্ট আপনি পাবেন না।’

প্রসঙ্গত, রাজ্যের খারাপ রাস্তা মেরামতির জন্য রাস্তাশ্রী প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় ১১,৫০০ কিলোমিটার দীর্ঘ রাস্তা মেরামতিতে ৩০০০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছে নবান্ন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর