‘আশা করছি মমতা পদত্যাগ করবেন’, DA ইস্যুর মাঝেই রাজ্যের চাপ আরও বাড়াচ্ছেন শুভেন্দু!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বহু টালবাহানা। অবশেষে সুপ্রিম কোর্টে উঠল মহার্ঘ ভাতা মামলা, আর তাতেই জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্যকে চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ’র (Dearness Allowance) ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে নিঃসন্দেহে বিরাট চাপে রাজ্য সরকার। এরই মধ্যে ডিএ ইস্যুতে সরকারকে জোর নিশানা রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

সরকারকে জোর আক্রমণ শুভেন্দুর | Suvendu Adhikari

শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) শুভেন্দু খেছেন, ‘সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহেতা রাজ্য সরকারকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে আমি স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্ট অবিলম্বে রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার কথা বলেছে।’

শুভেন্দু লিখেছেন, ‘এটা রাজ্য সরকারি কর্মীদের বড় জয়। তারা রাজ্য সরকারের বিরুদ্ধে লড়ছিলেন। বিজেপি অনুমোদিত কর্মচারী পরিষদও এই আইনি লড়াইতে নেতৃত্ব দিয়েছে।’ ‘দমনকারী মমতা সরকারের বিরুদ্ধে এই মিষ্টি জয়ে’ সমস্ত সদস্য ও আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন শুভেন্দু।

কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেন্দু লিখেছেন, ‘সিনিয়র অ্য়াডভোকেট শ্রী পরমজিৎ সিং পাতওয়ালিয়া, আইনজীবী শ্রীমতি বাঁশুরি স্বরাজ সহ অন্যান্য যাঁরা রাজ্য় সরকারের কর্মীদের পক্ষে দাঁড়িয়েছিলেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

আরও পড়ুন: কবে থেকে বকেয়া DA মিলবে? কারা পাবেন? সুপ্রিম কোর্টের নির্দেশের পর সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

এরপরই মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করে বিজেপি নেতা লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্য়ায় দাবি করছিলেন ডিএ কোনও অধিকার নয়। ডিএ একটা অধিকার আজ সুপ্রিম কোর্টের রায় বলে দিয়েছে ।’ শুভেন্দু লেখেন, ‘আমি আশা করছি মমতা বন্দ্যোপাধ্য়ায় লক্ষ লক্ষ সরকারি কর্মীদের অধিকারকে ভঙ্গ করার দায় নিয়ে পদত্যাগপত্র জমা দেবেন।’ একেই সরকারি কর্মীদের চাপে জর্জরিত, এরই মধ্যে রাজ্য সরকারকে বিঁধতে বিন্দুমাত্র সময় ব্যয় করলেন না বিরোধী দলনেতা।

suvendu adhikari

আদালতের নির্দেশ

শুক্রবার বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল। প্রথমেই বিচারপতি বলেন,
‘দীর্ঘদিন ধরে বিষয়টি আটকে রয়েছে। এবার ৫০ শতাংশ ডিএ মিডিয়ে দিন।’ আদালতের পর্যবেক্ষণ, মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে।

যদিও এর তীব্র বিরোধিতা করে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, এটা বিপুল অঙ্কের টাকা। এখনই বকেয়া ডিএ-র ৫০ শতাংশ দিতে হলে বিরাট সমস্যা হবে। রাজ্যের কোমর ভেঙে যাবে। সিংভির দাবি, মহার্ঘভাতা কোনও সাংবিধানিক অধিকার নয়। সুতরাং এখনই বকেয়া ডিএ-র ৫০ শতাংশ রাজ্যের পক্ষে মিটিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

ভিডিও দেখুন: https://youtu.be/InFRUwy-aBo?si=5eVmuV4mGMpZDcHi

রাজ্যের যুক্তিতে পালটা আদালত বলে, “ডিএ সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয় ঠিকই। কিন্তু তা বলে দিনের পর দিন টাকা না দেওয়াটাও কোনও কাজের কথা নয়।” সুপ্রিম নির্দেশ, এখনই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে। বিচারপতি কারোল রাজ্যেকে বলেন, এরা আপনাদেরই কর্মী, ফলে অসুবিধার কোনও কারণ নেই। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ায় কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অগাস্ট মাসে এই মামলার চূড়ান্ত শুনানি হবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X