‘উন্মাদ মহিলা, অসংলগ্ন কথা বলেন’, মমতাকে এ কী বললেন শুভেন্দু! বেনজির আক্রমণ

বাংলা হান্ট ডেস্ক: হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অধিকারী পরিবারের সম্পত্তির বহর প্রকাশ করলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর তারই পাল্টা এবার নজিরবিহীনভাবে কদর্য ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শনিবার পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) নন্দকুমারে দলের বিজয়া সম্মিলনীতে যোগ দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই শাসকদলকে একহাত নেন তিনি। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং (Mamata Banerjee) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তীব্র কটাক্ষ করেন শুভেন্দু।

এদিন তৃণমূল নেত্রীকে ‘উন্মাদ, অসংলগ্ন কথাবার্তা বলা ব্যক্তিত্ব’ হিসেবে মন্তব্য করেন শুভেন্দু। তিনি বলেন, ‘উনি শুভেন্দু আতঙ্কে ভুগছেন।’ এমনকী, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম-বৃত্তান্ত নিয়েও কুরুচিকর আক্রমণ করেন শুভেন্দু।

উল্লেখ্য, রাজ্যে একাধিক দুর্নীতির ঘটনায় তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি রেশন দুর্নীতির বিষয়টি সামনে এসেছে‌। গ্রেফতার করা হয়েছে বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।

mamata suve ndu

এদিকে পাল্টা অধিকারী পরিবারের সম্পত্তি নিয়েও সরব হয়েছে তৃণমূল। সরাসরি বিরোধী দলনেতা ও তাঁর পরিবারের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার সম্পত্তির খতিয়ান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেছেন, এই সংক্রান্ত সমস্ত তথ্যের প্রশ্নে জবাব দিতে হবে শুভেন্দু অধিকারীকে। কিন্তু তার পাল্টা হিসেবে বিতর্কিত ব্যক্তিগত আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

Monojit

সম্পর্কিত খবর