বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) ও প্রাইমারি টেট (Primary Tet) দুর্নীতি মামলায় জেরবার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এর মাঝেই সম্প্রতি চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে ইডি (ED)। ফলে সবমিলিয়ে দিনের পর দিন অস্বস্তি ক্রমশ বেড়ে চলেছে শাসকদলের। এর মাঝেই গতকাল মন্ত্রিসভার বৈঠকে একাধিক চমকের সাক্ষী থাকে বঙ্গবাসী। জেলার প্রশাসনিক ক্ষেত্রে একাধিক রদবদল করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা করেন, “বাংলায় মোট সাতটি জেলা বাড়ানো হতে চলেছে।” প্রশাসনিক কাজের সুবিধার্থে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তবে এ ঘোষণা পরে মুহূর্তেই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ ছুঁড়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, “মুখ্যমন্ত্রীর স্বপ্ন সফল হবে না।”
গতকাল মন্ত্রিসভার বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এর মাঝে সকলকে চমক দিয়ে বাংলায় মোট সাতটি নতুন জেলা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে সুন্দরবন, ইছামতি ও বসিরহাটের মত নতুন জেলাগুলির নামও উঠে এসেছে। তবে সরকারের এই ঘোষণার কিছু সময় পরেই হুঁশিয়ারি দিয়ে বসেন শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, আজ দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন শুভেন্দুবাবু। একই সঙ্গে সেখানে সুকান্ত মজুমদারও উপস্থিত থাকতে চলেছেন। দিল্লি যাওয়ার আগে গতকাল শুভেন্দু অধিকারী বলেন, “বাংলার নাম বঙ্গ করা সম্ভব হয়নি। একইসঙ্গে বিধান পরিষদ এবং মুখ্যমন্ত্রীর আচার্য হওয়ার স্বপ্ন বাস্তব রূপ নেয়নি। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নও সফল হবে না।” যদিও কোন রাজ্যে জেলা ভাগ করার সঙ্গে কেন্দ্রের অনুমোদনের কোনো রকম সম্পর্ক থাকে না, তবে শুভেন্দুর এই মন্তব্য বর্তমান রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।
জেলাভাগ প্রসঙ্গে শুভেন্দুর দাবি, ‘বাংলায় মুখ্যমন্ত্রী আইপিএস এবং আইএএসদের রেখে দেওয়ার জন্যই এহেন সিদ্ধান্ত নিয়েছেন।” উল্লেখ্যজ বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন কেন্দ্রে ডেপুটেশন পদে ৪৪ জন আইপিএস এবং আইএএস থাকা উচিত, সেখানে সেই সংখ্যা মোটে ১১। রাজ্য সরকারের অবশ্য দাবি, জেলা বাড়ানো হলে প্রশাসনিক দিক থেকে বিভিন্ন ভাবে উন্নয়ন সাধন করা সম্ভব। তবে পাল্টা শুভেন্দু অধিকারী জানান, “এর আগেও বাংলায় একাধিক জেলা ভাঙা হয়েছিল। তবে সেক্ষেত্রে প্রশাসনিক দিক থেকে কোনরকম পরিকাঠামো তৈরি করা সম্ভব হয়নি। এবারেও মুখ্যমন্ত্রীর স্বপ্ন সফল হবে না।”
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!