‘আসছি সন্ধ্যায়, ওই চোরের কার্যালয়ে তালা ঝোলাব’, রাজীব সিনহাকে হুমকি শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে (West Bengal Panchayat Election) দিকে দিকে চলেছে আশন্তি। সারাদিন ধরে একাধিক বুথ থেকে গন্ডোগোলের খবর প্রকাশ্যে এসেছে সংবাদমাধ্যমের দৌলতে। গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে প্রাণ হারিয়েছেন জনা দশেক মানুষ। পুরো পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) জেরে নিহতর সংখ্যা ৩০ ছুঁই ছুঁই। রাস্তায় নামতে হয়েছে স্বয়ং রাজ্যপালকেও। বাংলার অবস্থা দেখে চোখের জলও ফেলতে হয়েছে সিভি আনন্দ বোসকে (C.V. Ananda Bose)।

এরপরই বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের নির্বাচন কমিশনারকে কার্যত ধুয়ে দিলেন নন্দিগ্রামের বিধায়ক। এদিন শুভেন্দু বলেন, ‘প্রথম বলেছি আর কত রক্ত দরকার আপনার?আপনি কত রক্ত খেতে চান? তারপর দ্বিতীয় বলেছি, যাচ্ছি আপনার কার্যালয়ে সন্ধ্যায় তালা ঝোলাব। তোর বাপ কলকাতা পুলিসকে ডেকে রাখবি। তৃতীয় বলেছি, মমতার সৌজন্যে কত মাল কামিয়েছ, রাজারহাট নিউটাউনে জমি কিনেছ, তার তালিকা আমার কাছে আছে। তোমার ১২টা বাজিয়ে ছাড়ব।’

suvendu rajib

এরপরই সাংবাদিক প্রশ্ন করেন আজ কী যাচ্ছেন তাহলে তালা ঝোলাতে? এর উত্তরে শুভেন্দু বলেন, ‘আজ নয়, সব জিনিসটা আগে আলোচনা করি। লুট হওয়া বুথগুলোর ব্যালট আগে পুকুরে ফেলি। যে যে বুথে ভোট লুট চলেছে সেই বুথের ব্যালট বাক্স পুকুরে নর্দমায় ফেলার কাজ শেষ করি তারপর যাব।

এরপর বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হয়, তিনি কি কোনও অভিযোগ জানিয়েছিলেন? এর উত্তরে শুভেন্দু বলেন, ‘ওকে আমি ফোন করেছিলাম। ওই চোরটাকে বলেছি যত বেআইনি সম্পত্তি করেছেন তার নথি আমার কাছে আছে।’

শুভেন্দু আক্রমনাত্মক ভঙ্গিতে আরও বলেন, ‘এখন সিআরপিএফ-র ডান্ডা দিয়ে সোজা করছি জিহাদিদের। ৯ ঘন্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর জন্য স্বাধীনতা? আমার বাড়ির লোক বিপিন অধিকারী জেল খেটেছিল এই দেখার জন্য? নিজের ভোট নিজে দিতে পারব না? আম্বেদকর আমাদের সেই অধিকার দিয়ে গেছে, মমতা আর তার ভাইপোর জন্য নয়। এর শেষ দেখে ছাড়ব।’


Sudipto

সম্পর্কিত খবর