সিভিকদের দেওয়া হচ্ছে কমব্যাট ফোর্সের ইউনিফর্ম! ছবি দেখিয়ে তুলোধনা শুভেন্দুর

   

বাংলা হান্ট ডেস্ক : ফের রাজ্য সরকারকে তুলোধোনা করলেন শুভেন্দু অধিকারী (Suvednu Adhikari)। আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে না সিভিক ভলান্টিয়ারদের। আদালত থেকে এই নির্দেশ সামনে আসার পর ছবি ও তথ্য সহ চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে শুভেন্দুর লেখেন, ‘সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আইনশৃঙ্খলার সঙ্গে জড়িত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিরদের দেওয়া যাবে না। মহামান্য আদালতের নির্দেশের পর সিভিক ভলান্টিয়ারদের উদ্দেশ্যে একটি নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য পুলিস। সেই নির্দেশিকা অনুযায়ী, সিভিক ভলান্টিয়াররা ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিসকে সহযোগিতা করতে পারবেন।’

শুভেন্দুর আরও লেখেন, ‘এছাড়াও বিভিন্ন উৎসবে ভিড় সামলানো, বেআইনি ভাবে গাড়ি পার্কিং এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারীর ভূমিকা পালন করবেন। নির্দেশিকা যাই হোক বাস্তব পরিস্থিতি কিন্তু ভিন্ন। মুর্শিদাবাদের সাগরপাড়া পুলিস স্টেশন তার উদাহরণ। মুর্শিদাবাদের ২৬ টি থানার প্রতিটি থেকে পুলিস কর্তাদের ঘনিষ্ঠ ও তল্পিবাহক, তৃণমূল কংগ্রেস ঘেঁষা প্রায় ১৫ জন সিভিক ভলান্টিয়ারদের মধ্যে কমব্যাট ফোর্স-এর মতো দেখতে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।’

নন্দীগ্রামের বিধায়কের দাবি, কমব্যাট ফোর্সের মতো দেখতে ইউনিফর্ম পরায় আলাদা করে সিভিক ভলান্টিয়ার বলে চেনা যাবে না। ফলে তাদের দিয়ে অনৈতিক ভাবে টাকা আদায় সহ বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের চমকানো, ভয় দেখানো খুব সহজ হবে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকেও সাহায্য করা যাবে বলেই মনে করেন রাজ্যের বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারী এদিন আরও দাবি করেন, ‘অতীতে কীভাবে সিভিক ভলান্টিয়ারদের একটি অংশ বিরোধী দলগুলির বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করেছে আমরা দেখেছি। এই সকল তৃণমূল ঘেঁষা, পুলিস কর্তাদের ঘনিষ্ঠ সিভিক ভলান্টিয়ারদের দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করার জন্য এই সাগর পাড়া এবং মুর্শিদাবাদ পুলিসের মডেলটি পশ্চিমবঙ্গ জুড়ে আগামিদিনে চালু করার প্রচেষ্টা হবে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর