কলকাতার সিভিকদের ৫৩০০, বাকিদের ২০০০ টাকা! বোনাসে দ্বিচারিতা নিয়ে বিস্ফোরক শুভেন্দু

বাংলা হান্ট ডেস্ক: সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাস (Puja Bonus) নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার এবং রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের বোনাসের পরিমাণ দু’রকম কেন, এই নিয়ে এবার সরব হলেন শুভেন্দু।

এক্স হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। যেখানে দেখা যাচ্ছে, কলকাতা পুলিশের (Kolkata Police) সিভিক ভলান্টিয়ারদের ৫ হাজার ৩০০ টাকা করে পুজোর বোনাস দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্য পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাসের পরিমাণ মাত্র দু’হাজার টাকা।

বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘সিভিক ভলান্টিয়ারদের দেওয়া পুজো বোনাসের বৈষম্য বিস্ময়কর! কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা পাঁচ হাজার টাকার বেশি পুজো বোনাস পাচ্ছেন। অন্যদিকে, পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে সিভিক ভলান্টিয়ররা পাচ্ছেন মাত্র ২ হাজার টাকা। দক্ষিণ কলকাতা (South Kolkata) থেকে প্রশাসন চালানোর এটাই নমুনা হতে পারে। যেখানে কলকাতার বাইরে সমগ্র পশ্চিমবঙ্গকে (West Bengal) তারা চোখে ঝাপসা দেখে।’

 

পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের সিপি-কে ট্যাগ করে শুভেন্দু আরও লেখেন, ‘এই সুস্পষ্ট পার্থক্য কেন? আমার কলকাতার পুলিশের সিভিক ভলান্টিয়ারদের নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু রাজ্যের বাকি সিভিক ভলান্টিয়ারদেরও ৫৩০০ টাকা করে পুজোর বোনাস দেওয়া উচিত। আমি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্রদফতরের সচিবকে এই বৈষম্যের অবসান ঘটাতে অনুরোধ করছি।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের তরফে পুজোর বোনাস বাবদ সিভিক ভলান্টিয়ারদেরও (Civic Volunteer) কিছু অর্থ দেওয়া হয়। কিন্তু এবার অভিযোগ করলেন খোদ শুভেন্দু অধিকারী। যেখানে তিনি বলছেন, কলকাতা পুলিশের অধীনে সিভিক ভলান্টিয়ারদের ৫ হাজার ৩০০ টাকা করে বোনাস দেওয়া হলেও পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জায়গার সিভিক ভলান্টিয়ারদের মাত্র ২ হাজার টাকা বোনাস দেওয়া হচ্ছে। আর এই নিয়েই সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা।

Monojit

সম্পর্কিত খবর