‘ডিসেম্বরে রাজ্যের সর্বশ্রেষ্ঠ ডাকাত ভিতরে ঢুকলে এলাকায় থাকতে পারবেন তো’, বিস্ফোরক শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে ফের একবার আক্রমণাত্মক মেজাজে ধরা পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘সৌজন্যতা’ ছাপিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ এবং নিজের পুরোনো দলের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিয়ে বসলে বিজেপি (Bharatiya Janata Party) বিধায়ক।

এদিন পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে একটি জনসভায় উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “পুলিশ সুপার একের পর এক ভুয়ো মামলা দিয়ে চলেছেন। ওনাকে মনে রাখতে হবে, বিজেপি ক্ষমতায় আসলে আমাদের জমানাতেও তাকে চাকরি করতে হবে। বয়স ৪০ তো? এটা মনে রাখুন।”

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার এসপি অমরনাথের কে-র বিরুদ্ধে বহুদিন ধরে একের পর এক ভুয়ো মামলা দেওয়ার অভিযোগ করে চলেছে ভারতীয় জনতা পার্টি আর এবার প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বসলেন শুভেন্দু অধিকারী।

পাশাপাশি স্থানীয় থানার ওসি সম্পর্কে বিরোধী দলনেতা বলেন, “মানুষ থানায় পৌঁছে যায় আশ্রয় নেওয়ার জন্য আর সেটাকেই ওরা পার্টি অফিস বানিয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করে চলেছে পুলিশ। বেছে বেছে ওশি নিয়ে আসা হচ্ছে।”

প্রসঙ্গত, সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে তাঁর কক্ষে প্রবেশ করেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর অনুযায়ী, মমতার পায়ে হাত দিয়ে প্রণাম পর্যন্ত করেন তিনি। তবে বর্তমানে সৌজন্যতাকে ছাপিয়ে পুনরায় একবার নিজের পুরনো দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছেন শুভেন্দু।

jpg 20221126 193718 0000

সেই ধারা বজায় রেখে এদিন তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, “তৃণমূল পার্টির চোরেদের উদ্দেশ্যে আমি বলছি, দখল বন্ধ করে দিন। ডিসেম্বরে রাজ্যের সর্বশ্রেষ্ঠ ডাকাত যদি ভেতরে ঢুকে যায়, তাহলে আপনারা এলাকায় থাকতে পারবেন তো? কেন্দ্রকে সকল টাকার হিসেব দিক রাজ্য।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর