‘কোষাগার ভরাতে বাইক চালককে ৬ হাজার টাকা ফাইন”, প্রমাণ সহ সরকারকে আক্রমণ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ দুই চাকার বাইক চালানোর সময় মাথায় হেলমেট পরে থাকা বাধ্যতামূলক, পুলিশের তরফ থেকে এহেন নির্দেশ দেওয়া থাকলেও বহু সময় তা অমান্য করতে দেখা যায় অনেক বাইক আরোহীকেই। এসব ক্ষেত্রে মোটা টাকার জরিমানা নেওয়া হয়। তবে এবার এই জরিমানা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং ট্রাফিক পুলিশের উদ্দেশ্যে চরম কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। এরপর থেকে একাধিক সময় শাসক দলকে উদ্দেশ্য করে একের পর এক কটাক্ষ ছুড়ে দেন বিজেপি নেতা আর এবার তাঁর নিশানায় ট্রাফিক পুলিশ এবং তাদের জরিমানার অঙ্ক।

এদিন শুভেন্দু অধিকারী একটি ফেসবুক পোস্ট করে তৃণমূল কংগ্রেস এবং ট্রাফিক পুলিশকে একহাত নেন। এক্ষেত্রে একটি ছবি শেয়ার করেন বিজেপি নেতা। যেখানে দেখা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য এক আরোহীকে জরিমানার বিল প্রদান করা হয়েছে এবং সেই পরিমাণ ৬০০০ টাকা। জরিমানা এই অঙ্ক দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে অনেকের।

এদিন একটি ফেসবুক পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, “দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে রোজগার বৃদ্ধি করতে নতুন পন্থা অবলম্বন করছে। ট্রাফিক পুলিশ বিভাগ কে নির্দেশ দেওয়া হয়েছে জরিমানা কয়েকগুন বৃদ্ধি করে আয় বাড়াতে।ট্রাফিক আইন অমান্য করলে, অবশ্যই সেই ব্যক্তির জরিমানা অথবা যোগ্য শাস্তি হওয়া উচিত, কিন্তু শাস্তির মাত্রা সামঞ্জস্য বজায় রেখে হবে তেমনটাই ন্যায্য।  হেলমেট না পরা নিশ্চই সমর্থনযোগ্য নয়, কিন্তু এই অপরাধে ৬০০০ টাকা ফাইন কি মাত্রাতিরিক্ত নয়?”

তিনি আরো লেখেন, “ট্রাফিক পুলিশ বিভাগের বোঝা উচিত এই ভাবে উপার্জন বাড়ানোর চেষ্টা করে সরকারের দেউলিয়াপনা মেটানো কোনোভাবেই সম্ভব হবে না। সাধারণ মানুষের ওপর বোঝা চাপালে কিন্তু হিতে বিপরীত হতে পারে, তার ফল কিন্তু তাদেরকেই ভোগ করতে হবে।”

যদিও শুভেন্দু অধিকারীর এই ফেসবুক পোস্টের বিরুদ্ধে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনরকম প্রতিক্রিয়া মেলেনি। তবে বিরোধী দলনেতার এহেন পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক বহুগুনে বৃদ্ধি পেল বলেই মত বিশেষজ্ঞদের।


Sayan Das

সম্পর্কিত খবর