‘বাধা দিলে ব্যালট বক্স ধরব, পুকুরে ফেলব”! পঞ্চায়েত ভোটের আগে হুঙ্কার শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক : ‘নন্দীগ্রাম দিবস’-এর দিনই দলীয় নেতাকর্মীদের জন্য পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ শনিবার পূর্ব মেদিনীপুরের (Medinipore) চণ্ডীপুরে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘আগামী পঞ্চায়েত ভোট বিজেপি নেতাকর্মী এবং সমর্থকদের জন্য মরণ-বাঁচনের লড়াই। প্রতিরোধ করতেই হবে আমাদের।’

স্বচ্ছ এবং অবাধ ভোট না হলে ঠিক কী করতে হবে, তাও কর্মীদের নিদান দিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। নন্দিগ্রামের সাংসদ এদিন বলেন, ‘এই জেলা থেকেই সব পরিবর্তনের সূচনা হয়। বামপন্থীদের আন্দোলন, তেভাগা আন্দোলন, গীতা মুখোপাধ্যায়, সুকুমার সেনদের নেতৃত্বে এই জেলার আন্দোলন জমিদার ও বুর্জোয়াদের রুখে দিয়েছিল। এই জেলাতেই নন্দীগ্রাম আন্দোলন হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন বার্লিন ছিল এপিসেন্টার, তেমনই ২০১১ সালের পরিবর্তনের এপিসেন্টার ছিল নন্দীগ্রাম। বামফ্রন্ট হেরে গিয়েছিল।’

   

suvendu 4

শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, ‘২০০৮ সালে পঞ্চায়েত ভোটে একমাত্র এই জেলাই পূর্ব মেদিনীপুর বিশ্বাস করে সেই সময়কার বিরোধী দল তৃণমূলের হাতে ক্ষমতা তুলে দেয়। সে বিশ্বাস তারা রক্ষা করতে পারেনি। তাই ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের আগে শপথ নিন, এই জেলা পরিষদ বিজেপিকে উপহার দেবেন। আর তমলুক এবং কাঁথি লোকসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে উপহার দেবেন।’

বিজেপি বিধায়কের দাবি, এ বার অবাধ ভোট করতেই হবে। বলেন, ‘ডু অর ডাই। এ বার হবেই প্রতিরোধ। যদি ভোট দিতে না দেয়, তবে তোমারও নাই, আমারও নাই। ব্যালট বাক্স ধরব আর পুকুরে ফেলে দেব। সকলে জোট বাঁধুন, তৈরি হন।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর