বাংলা হান্ট ডেস্কঃ রবিবার উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম (Nandigram)। তমলুক সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের ভোট ঘিরে তেতে উঠেছিল পরিস্থিতি। বেশ কয়েক দফায় তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ হয়। এরপর ভোটের ফল ঘোষণার পর খুন হন তৃণমূলের বুথ সভাপতির ভাই। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ৩ জন বিজেপি কর্মী। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?
জানা যাচ্ছে, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বুথ সভাপতির ভাই বিষ্ণুপদকে খুনের ঘটনায় বিজেপির প্রায় ৩০ জন নেতা-কর্মীর নামে মামলা রুজু করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন ৩ জন বিজেপি কর্মী। বুধবার নন্দীগ্রামে এই নিয়ে মুখ খোলেন স্থানীয় বিধায়ক। তাঁর মুখে উঠে আসে ‘ধনঞ্জয়’ প্রসঙ্গ।
তৃণমূলের বুথ সভাপতির ভাইয়ের খুনের ঘটনায় বিজেপি (BJP) নেতা কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে নন্দীগ্রাম থানায় ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছিলেন শুভেন্দু। এদিন নিজের ‘গড়ে’ দাঁড়িয়ে তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনে আপনারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিতিয়ে দিয়েছেন। তারপর মুখ বন্ধ হয়ে গিয়েছে। পঞ্চায়েতে ১৭টির মধ্যে ১১টি প্রধান দিয়েছেন। ২টো পঞ্চায়েত সমিতি দিয়েছেন। গত ৬ মাসে ১২টি সমবায়ের নির্বাচন হয়েছে। আপনারা ৯টিতে জয়ী করেছেন’।
আরও পড়ুনঃ জোর ধাক্কা? আরজি কর কাণ্ডে গ্রেফতার! এবার সেই সন্দীপকে নিয়ে বড় খবর
এরপরেই রাজ্যের শাসকদলকে একহাত নেন বিজেপি বিধায়ক। দাবি করেন, পারিবারিক বিরোধের জেরে মারা গিয়েছে। পরাজিত হয়েছে। পুলিশের ওপর চাপ দিয়ে বিজেপির ৩০ জন নেতা কর্মীর বিরুদ্ধে আবার দ্বিতীয় এফআইআর হয়েছে।
এখানেই না থেমে শুভেন্দু (Suvendu Adhikari) ‘ধনঞ্জয়’ প্রসঙ্গ টেনে আনেন। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘ধনঞ্জয় থেকে শুরু করে আমি এই রকম অসংখ্য নাম বলতে পারি, যাদের বিরুদ্ধে এই রকম মিথ্যে মামলা মমতার নির্দেশে মমতার চটি চাটা পুলিশ করেছে’।