‘পশ্চিমবঙ্গের মত বিস্ফোরণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধতেও হয়নি’, টুইট করে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক : ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পশ্চিমবঙ্গে (West Bengal) একের পর এক অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) সঙ্গে তুলনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। রবিবার গভীর রাতে টুইট করে বজবজ বিস্ফোরণের (Budge Budge Blast) ঘটনাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনকে তোপ দাগলেন নন্দীগ্রামের বিধায়ক।

এদিন শুভেন্দু দাবি করেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের মাটিতে যত না বিস্ফোরণ হয়েছে তার থেকে অনেক বেশি বিস্ফোরণ হয়েছে এই বাংলায়। পাশাপাশি বজবজের ঘটনাতেও এনআইএ তদন্ত প্রয়োজন বলে মনে করেন শুভেন্দু। শুভেন্দুর এই টুইটের পরই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি।

কী লেখেন শুভেন্দু? এদিন টুইটে শুভেন্দু লেখেন, ‘রাশিয়া ২৪ ফেব্রুয়ারি, ২০২২-এ ইউক্রেন আক্রমণ করে। আমি মনে করি এই সময়ের মধ্যে ইউক্রেনের মাটিতে যতগুলি বিস্ফোরণ হয়েছে তার থেকে বাংলার বিস্ফোরণের সংখ্যা বেশি। পোড়া মাংস এবং বিস্ফোরকের গন্ধ এখনও এগড়ার খাদিকুল গ্রামের আকাশে-বাতাসকে ভারী করে রেখেছে। এরইমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ থানার অন্তর্গত নন্দরামপুর দাসপাড়া গ্রামে আরেকটি বিস্ফোরণে আহতদের অবস্থা অত্যন্ত গুরুতর।

নন্দীগ্রামের বিধায়ক আরও লেখেন, ‘এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। এই তিনজনই মহিলা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারও মনে হতে পারে, আমি একই কথা বারবার বলছি কিন্তু এই ঘটনাতেও এনআইএ তদন্ত প্রয়োজন। মমতা সরকারের ঘুম কবে ভাঙবে ? আর কত মৃত্যু তাঁর বিবেককে নাড়া দেবে? পুনশ্চ. – যথারীতি মমতার পুলিশ যা করার তাই করেছে। তল্লাশির নামে প্রমাণ লোপাট করেছে।’

বিরোধী দলনেতার টুইটের জবাব দেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি তামিলনাড়ুর বিখ্যাত বাজি প্রস্তুতকারক জেলা শিবকাশীর কথা উল্লেখ করে লেখেন, ‘সেখানেও তো বিস্ফোরণ হয়। সুতরাং, বাজি কারখানায় বিস্ফোরণ হওয়া দুর্ঘটনা মাত্র। সবসময়ে এর সঙ্গে অন্য কিছু জড়ালে হবে না। বাংলায় বাজি তৈরি একটা কর্মসংস্থান। কিন্তু দেখতে হবে এই যে বিস্ফোরক উদ্ধার হচ্ছে, এগুলো কি হিসেবের বাইরে ছিল?’


Sudipto

সম্পর্কিত খবর