চিকিৎসার জন্য ভাতা পান না রাজ্যের সরকারি কর্মীরা! তথ্য তুলে ধরে তুলোধোনা শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ ‘মাননীয়া মুখ্যমন্ত্রী শিক্ষক, ডাক্তার এবং পুলিশ কর্মী থেকে শুরু করে সকল সরকারি কর্মচারীদের ন্যায্য ডিএ থেকে বঞ্চিত রেখেছেন। তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন মুখ্যমন্ত্রী’ এদিন নিজের ফেসবুক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ঠিক এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

অতীতেও রাজ্য সরকারের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে তুমুল আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। সম্প্রতি, দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে ‘দুর্নীতির রানি’ বলে কটাক্ষ করেন তিনি। আর এবার সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা বন্ধ করে দেওয়া প্রসঙ্গে রাজ্য সরকারের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিলেন শুভেন্দুবাবু।

এদিন একটি ফেসবুক পোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী আপনি শিক্ষক, ডাক্তার, পুলিশকর্মী সহ সমস্ত সরকারি কর্মচারীদের ন্যায্য ডিএ থেকে বঞ্চিত করে রেখেছেন, যা তাদের অধিকার। আপনি সময়মতো তাদের বেতন দিয়ে উঠতে পারেন না। তাদের বেতন বৃদ্ধি করতে পারেন না, কারন আপনার কোষাগার শূন্য। অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় অনেক কম বেতন পেয়ে থাকেন আমাদের রাজ্যের সরকারি কর্মচারীরা। এবার আবার নতুন ফন্দি এঁটে, স্বাস্থ্য সাথীর দোহাই দিয়ে সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা দেওয়া বন্ধ করলেন। এটি একেবারে একটি অত্যন্ত অমানবিক, নক্কারজনক সিদ্ধান্ত।”

একই সঙ্গে ফেসবুক পোস্টে স্বাস্থ্য সাথী প্রকল্পের সমালোচনা করে কেন্দ্র সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “আপনার স্বাস্থ্য সাথী প্রকল্পের দুরবস্থা প্রতিনিয়ত সংবাদমাধ্যমে চাক্ষুষ করছেন রাজ্যবাসী। এই প্রকল্পের আওতায় কেউই সময়মত ও সঠিক চিকিৎসা পায় না। আপনার স্বাস্থ্য সাথীর থেকে অনেক উন্নত পরিষেবা পাওয়া যায় কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে, যার সুবিধা থেকে আপনি পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণকে  বঞ্চিত করে রেখেছেন।”

এরপরেই মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর প্রশ্ন, “আপনার দাবি, রাজ্যের চিকিৎসা পরিষেবা, স্বাস্থ্য পরিকাঠামো উন্নতমানের। যদি এতই উন্নতমানের হয়, তাহলে আপনার ভাইপো কেন চিকিৎসার জন্য বিদেশে যান? আপনার পরিবারের সদস্যদের কি তাহলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর আস্থা নেই?”

তিনি লেখেন, “সমস্ত সরকারি কর্মচারীদের উদ্দেশ্য বলবো এই অমানবিক ফ্যাসিবাদী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করুন এবং আপনাদের ন্যায্য চিকিৎসা ভাতা থেকে আপনারা যাতে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করুন।”


Sayan Das

সম্পর্কিত খবর