ভোটের মাঝেই হঠাৎ ভূপতিনগর ছুটলেন শুভেন্দুর ভাই সৌমেন্দু, গিয়েই বিরাট কাণ্ড! তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ ভোটযুদ্ধে আজ বড় লড়াই। হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য পরীক্ষা, সঙ্গে পাশ-ফেলের পরীক্ষা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। সকাল থেকেই কোনো না কোনো ইস্যুতে তপ্ত মেদিনীপুর। শুভেন্দু গড় পূর্ব মেদিনীপুরোর একাধিক বুথে অশান্তির চিত্র উঠে এসেছে। এরই মাঝে সকাল থেকেই ‘দাবাং’ মুডে শুভেন্দুর (Suvendu Adhikari) ভাই কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)।

এদিন সকাল থেকেই একাধিক বুথে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন বিরোধীরা। ভূপতিনগরের একাধিক বুথে সৌমেন্দু অধিকারী নিজে গিয়ে বিজেপি এজেন্টদের বসান। অভিযোগ, ভোটারদের ভয় দেখানো হচ্ছে। আর রাজ্য পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে।

বিজেপি প্রার্থীর অভিযোগ, পুলিশ তৃণমূলকে সুযোগ করে দিচ্ছে। আমাদের কর্মী সমর্থকদের ভোট দিতে যাওয়ায় বাধা দেওয়ার খবর উঠে এসেছে একাধিক জায়গা থেকে। বুথ জ্যাম করা হচ্ছে। বিজেপির কেউ যাতে ভোট না দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন সৌমেন্দু অধিকারী।

এদিকে ভোটের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী। নিজের ভোট সেরে জায়গায় জায়গায় ঘুরছেন তিনি। মেদিনীপুরের একাধিক জায়গা থেকে অশান্ির অভিযোগ আসলেও নন্দীগ্রামে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। বিরোধী দলনেতার দাবি, তৃণমূল ২০০-র বেশি জায়গায় এজেন্টই দিতে পারেনি।

tmc and bjp flags

আরও পড়ুন: ‘তৃণমূলকে একদম সাফ করে দিয়েছি’! নন্দীগ্রামে কত লিড পাবেন অভিজিৎ? জানিয়ে দিলেন শুভেন্দু

সংবাদমাধ্যমের সামনে নন্দীগ্রাম বিধায়কের দাবি, নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত- সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটি-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের এজেন্টই নেই। কোথাও তৃণমূল কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই। নিরাপত্তা এতোটাই জোরদার রয়েছে যে বুথের ভেতরে কোনও কারচুপি করতে পারবে না তৃণমূল। তার গড়ে নির্বিঘ্নে ভোট হচ্ছে বলেই জানান শুভেন্দু।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর