ডিসেম্বরে ধরা পড়বে সবথেকে বড় চোর, শুভেন্দুর মন্তব্যে তুমুল জল্পনা! কার দিকে ইঙ্গিত?

বাংলাহান্ট ডেস্ক : বেশ কয়েক মাস ধরেই বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলে আসছেন যে, ডিসেম্বরে বড়সড় কিছু রাজনৈতিক পরিবর্তন ঘটতে চলেছে। আর এই ডিসেম্বরেই তৃণমূল সরকারের স্খলন হবে বলে তিনি আরও দাবী জানিয়েছিলেন। শেষ পর্যন্ত বুধবার বিধানসভা থেকে বেরিয়ে তা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন বিরোধী দলনেতা।

তিনি তাঁর কথার ব্যাখা দিয়ে বলেন যে, ডিসেম্বরে তৃণমূলের সরকারের আচমকা পতন না হলেও পরবর্তী নির্বাচনে গেরুয়া শিবিরের জন্য আশার আলো দেখছেন তিনি। তার কথায়, বিজেপি নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার গঠন করবে। পাশাপাশি শুভেন্দু অধিকারী আরোও বলেন, “এই ডিসেম্বরেই ধরা পড়বে এই রাজ্যের সবচেয়ে বড় চোর, এবং অবশ্যই তিনি শেষ পর্যন্ত জেলে যাবেন।”

কিন্তু শুভেন্দু এ কথা বলার সঙ্গে সঙ্গেই তাঁকে পাল্টা আক্রমণ করেন জেলমন্ত্রী অখিল গিরি। শুধু পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে নয়, এখন রাজ্য রাজনীতিতেও শুভেন্দুকে প্রায় নজরে নজরে রাখতে চান অখিল গিরি। শুভেন্দু কিছু বললেই প্রায় সঙ্গে সঙ্গেই জবাব দেন রাজ্যের এই মন্ত্রী। শুভেন্দুর কথার জবাবে অখিল বলেন যে, তিনি ঠিকই বলেছেন। এই ডিসেম্বরে নিশ্চিত ধরা পড়বে এই রাজ্যের সবচেয়ে বড় চোর অর্থাৎ ডিসেম্বরে শুভেন্দু তিনি নিজেই ধরা পড়বেন। অখিল আরও বলেন যে, বাজারে ভাসতে ভাসতে একথা বলছেন শুভেন্দু।

তবে এখন প্রশ্ন হলো, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর সরকারের পতনের ব্যাখা কী তবে এক নয়? কারণ তাঁরা দুজনেই তৃণমূলের পতনের কথা বলেছেন। এই প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন যে, সুকান্ত ঠিক কথাই বলেছেন কারণ তাঁরা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে চলেছেন।

Suvendu Adhikari

রাজনৈতিক বিশ্লেষকরা যদিও অন্য কথা বলছেন। তাঁদের দাবী এই যে, শুভেন্দু ভোটে জিতে পশ্চিমবঙ্গে আসতে চাইছেন। কারণ এখন রাজ্যে ইডি সিবিআই এইসব নিয়েই ব্যস্ততা চলছে। এর মধ্যে তাঁরা দুটো কারণ দেখিয়ে রাজ্যে সরকার গঠন করতে চাইছে। কিন্তু তিনি নিজেও জানেন এই ডিসেম্বরে তৃণমূলের পতন সম্ভব নয় তাই হয়তো তিনি সরাসরি পতনের কথা না তুলে এরম ঘুরিয়ে নিজের বক্তব্য রাখতে চাইছেন তিনি।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর