যেখানে হিন্দুরা আক্রান্ত হবেন, সেখানে আমি যাব! বেতনের টাকা দিয়ে পাশে দাঁড়ানোর বার্তা শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে শাসক দলের নাম। ঘাসফুল শিবিরের একাধিক শীর্ষ স্থানীয় নেতা এই দুর্নীতির সঙ্গে জড়িত আছেন বলেই তো দেখেছেন বিরোধীরা। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ফের একবার মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুললেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। অন্যদিকে রাজ্যজুড়ে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়েছে। সাম্প্রদায়িক অশান্তির পর শনিবার নদীয়ার ধুবুলিয়াতে গিয়ে চাঁচাছোলা বক্তব্য রাখেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আক্রমণের শিকার হওয়া হিন্দু পরিবারগুলো পাশে ব্যক্তিগতভাবে থাকার আশ্বাস দেন তিনি। ক্রমাগত বিজেপি কর্মীদের উপর হামলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে শনিবার নদিয়ার ধুবুলিয়ায় জনসভার ডাক দিয়েছিল দলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলা।

সেই সভায় শুভেন্দু বাবু বলেন, যেখানে যেখানে হিন্দুর আক্রান্ত হচ্ছে সেখানে সেখানে আমি যাব। প্রত্যেকটি পরিবারের পাশে আমি ব্যক্তিগতভাবে থাকবো। আমার বেতনের টাকা বেথুয়াডহরি ব্যবসায়ী সমিতির হাতে তুলে দিয়ে বলব সেই টাকা দিয়ে তারা যেন সিসিটিভি লাগান। সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বু জানান, মেয়েকে চাকরি দেওয়ার শর্তে পরেশ বাবুকে ধরে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই চাকরি দুর্নীতি সরাসরি জড়িত তিনি। তাই তিনি ডেটাবেজ দিতে ভয় পাচ্ছেন।

suvendu

গত ৫ জুন নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার বেথুয়াডহরিতে সাম্প্রদায়িক তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। ভাঙচুর করা হয় দোকানপাট, অবরোধ করা হয় রেল। বেশকিছু বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনাও সামনে আসে। তাণ্ডবের জন্য দীর্ঘক্ষণ বন্ধ থাকে ৩৪ নম্বর জাতীয় সড়ক। এই তাণ্ডবের জেরে চরম অসুবিধার পড়েন সাধারণ মানুষ। দীর্ঘক্ষন রাস্তায় কাটাতে হয় বহু মানুষকে। ওই ঘটনার প্রতিবাদে ৭২ ঘন্টা বনধের ডাক দেন বেথুয়াডহরি ব্যবসায়ী সমিতি।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর