‘সরকার লন্ডনে, এখন সবাই খাবেন কোবরা বিয়ার’! হঠাৎ কেন একথা বললেন শুভেন্দু?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের নির্বাচনের আগে হাতে এখনও এক বছর সময়। তার আগে থেকেই বাংলা দখলের ডাক দিয়ে বিগত কয়েক মাস ধরে রাজ্যজুড়ে হিন্দুত্বের জিগির তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসাথে বেশ কয়েকদিন ধরে একের পর এক বিতর্কিত মন্তব্য করে লাইমলাইটে রয়েছেন বিরোধী দলনেতা। এরইমাঝে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরকে বিদ্রুপ করতে গিয়ে মানুষকে ‘বিয়ার’ খাওয়ার পরামর্শ দিলেন তিনি।

মুখ্যমন্ত্রীর লন্ডন সফরকে কটাক্ষ করে বেফাঁস শুভেন্দু (Suvendu Adhikari)

রবিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর ঘিরে যখন তৃণমূল শিবিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস তখনই হলদিয়ার একটি দলীয় সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার মানুষকে ‘বিয়ার’ খাওয়ার পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু তাই নয়,কোন বিয়ার খেতে হবে সেটাও বলে দিলেন খুব স্পষ্ট করে।

আরও পড়ুন: তৃণমূল কর্মীদের শরীরে রয়েছে চতুর্থ রক্তকণিকা! এ কি বললেন দেবাংশু, শোরগোল শুরু

শুভেন্দু অধিকারীর কথায়,’সরকার এখন লন্ডনে। এখন সবাই একটা বিয়ার খাবেন, কোবরা বিয়ার। লন্ডনে কোবরা বিয়ার নিয়ে গিয়েছেন। পশ্চিমবঙ্গে সব বিয়ার বন্ধ হয়ে যাবে। শুধু কোবরা বিয়ার চলবে।’ রাজ্যবাসীকে ‘বিয়ার’ খাওয়ার পরামর্শ দেওয়ার পর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুভেন্দু অভিযোগ করেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বেড়ানোর জন্য WBIDC থেকে ৮ কোটি টাকা  নিয়ে গিয়েছেন। এই ৮ কোটি টাকা থাকলে হলদিয়া হাসপাতালে অন্তত ১টা স্ক্যান মেশিন বসানো যেত।’

suvendu mamata

প্রসঙ্গত এখানে বলে রাখা ভালো, সিপিএমের মুখপাত্র গণশক্তিতে দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাঁর আমন্ত্রণে লন্ডন গিয়েছেন সেই ব্রিটেন প্রবাসী গুজরাতি শিল্পপতি করণ বিলিমোরিয়া হলেন কোবরা বিয়ার সংস্থার মালিক। জানা যাচ্ছে আগামী ৪ দিনের লন্ডন সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। লন্ডনের কেলগ কলেজে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে শিল্প বৈঠকেও যোগদান করবেন তিনি।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X