বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বৈঠকে প্রথমবার অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আর এই বৈঠকে অংশ নিয়েই, কে কোথায় কিভাবে কাজ করবেন, কোন কৌশলে এগোবে বিজেপি- সবকিছু বাতলে দিলেন তিনি। তাঁর কথায়, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সামলাবেন বিধানসভার ভেতরের দায়িত্ব, বাইরে থাকবেন তিনি নিজে এবং সবার ওপরে থাকবেন দিলীপ ঘোষ। সেইসঙ্গে বার্তাও দিলেন দলত্যাগীদের উদ্দেশ্যে।
শুক্রবার দলের এই বৈঠকে অংশ নিয়েছিলেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ৬ জন বিধায়ক বাদে গেরুয়া শিবিরের বাকি বিধায়করা। এই বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না অগ্নিমিত্রা পাল, শ্রীরূপা মিত্র চৌধুরী, নীরজ জিম্বা, হিরণ চট্টোপাধ্যায়। শারীরিক অসুস্থতার জন্য অনুপস্থিত ছিলেন সুকুমার রায় এবং চিকিৎসাজনিত কারণে ভেলোর গিয়েছিলেন দিবাকর ঘরামি। অন্যদিকে বেশকিছু দিন ধরে জল্পনা কল্পনার পর এদিনই বিজেপি ছাড়লেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী।
এদিনের বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, ‘আগামী দিনে বিজেপি কোন কৌশলে এগোবে তা ঠিক করতে হবে। সেই কারণে বিধানসভার ভেতরে থাকবেন শুভেন্দু অধিকারী, বাইরে আমি এবং দিলীপ দা থাকবেন সবার ওপরে। এই কৌশলেই আমাদের এগিয়ে যেতে হবে’।
তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত স্বার্থ নয়, বৃহত্তর স্বার্থে বাঁচতে হয়। যারা বিজেপি ছেড়ে গিয়েছেন, আমি অনুরোধ করছি- পারলে তাঁরা ফিরে আসুন। যারা বিজেপির নীতি ও আদর্শ নিয়ে দলে এসেছেন, আমার বিশ্বাস তাঁরা দলে থাকবেই’।
এই বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, ‘যে সকল বিধায়করা দল ছাড়ছেন, তাঁরা এটা ভাববেন না যে আমরা হাত গুটিয়ে বসে রয়েছি’।