ভোট মিটতেই ফোন! শুভেন্দু-সুকান্তকে দিল্লি ডেকে পাঠাল BJP নেতৃত্ব, আচমকা কী হল?

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আশানুরূপ ফল করতে পারেনি BJP। ৩০ আসনের ‘টার্গেট’ থাকলেও, মাত্র ১২টিতেই জিততে পেরেছে পদ্ম প্রার্থীরা। ভোটের রেজাল্ট বেরোতে না বেরোতেই এবার দিল্লিতে ডেকে পাঠানো হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar)।

আসলে শুক্রবার সকাল ১১টা নাগাদ সংসদীয় কমিটির বৈঠকের ডাক দিয়েছে পদ্ম শিবির। লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) জয়ী প্রার্থীদের নিয়ে এই বৈঠক করবে BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলা সহ গোটা দেশের জয়ী পদ্ম প্রার্থীদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে তাঁদের সকলকে দিল্লিতে হাজির হতে বলা হয়েছে বলে খবর।

এদিকে বাংলার ১২জন জয়ী BJP প্রার্থীর পাশাপাশি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। সুকান্ত নিজে একথা জানিয়েছেন। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘৭ তারিখ সবাই মিলে দিল্লিতে বসব। সেখানে লোকসভা এবং রাজ্যসভার নবনির্বাচিত সাংসদদের ডেকে পাঠানো হয়েছে। সেই সঙ্গেই রাজ্যের বিধানসভার নেতাদেরও ডাকা হয়েছে, তাঁরাও সেখানে যাবেন। আমাদের এখান থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যাওয়ার কথা রয়েছে’।

আরও পড়ুনঃ অতি লোভে পুড়ল কপাল! হাই কোর্টের এক রায়ে মাথায় বাজ সরকারি কর্মীদের!

সূত্র মারফৎ জানা যাচ্ছে, আগামীকালের এই বৈঠকে মূলত দলের আগামী লক্ষ্য নিয়ে আলোচনা করা হবে। আগামীদিনে দল কীভাবে চলবে, নবনির্বাচিত সাংসদরা কীভাবে কাজ করবেন, এসব নিয়ে এই বৈঠকে আলাপ আলোচনা হবে বলে খবর।

Suvendu Adhikari Sukanta Majumdar

সেই সঙ্গেই জানা যাচ্ছে, জনগণের সঙ্গে দলের নেতারা কীভাবে জনসংযোগ করবেন সেই বিষয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে। বেঁধে দেওয়া হতে পারে একটি রূপরেখা। তবে ২০২৪ লোকসভা ভোটের ফলাফল নিয়ে এখানে পর্যালোচনা হবে না বলেই খবর। ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তমলুকের নব নির্বাচিত সাংসদ তথা BJP নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর