সৌজন্যের রাজনীতি অতীত! অভিষেকের বাবার করা মানহানির মামলায় শুভেন্দুকে সমন পাঠাল আদালত

বাংলা হান্ট ডেস্কঃ গত শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে তাঁর কক্ষে প্রবেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক বিচিত্র সৌজন্যতার সাক্ষী থাকে গোটা বাংলা। যদিও এ ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই গতকাল ফের একবার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ শানিয়েছেন শুভেন্দু আর এবার বিজেপি (BJP) নেতার বিরুদ্ধে একটি মানহানি মামলার দরুণ তাঁকে সমান পাঠালো আলিপুর আদালত (Alipore Court)।

সংবাদমাধ্যম সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতা সম্প্রতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি মানহানির মামলা করেন। সেই সূত্রেই এদিন সমান পাঠানো হয়েছে বিরোধী দলনেতাকে। এক্ষেত্রে আগামী ১ লা ডিসেম্বর তাঁকে আদালতে হাজির থাকতে হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২০ শে জুন একটি সভা চলাকালীন ‘দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক’ বলে একটি বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে যদিও তিনি কারোর নাম করেন নি। কিন্তু পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতা দাবি করেন, তাঁকে উদ্দেশ্য করেই এহেন বক্তব্য করা হয়েছে। এক্ষেত্রে বিজেপি বিধায়কের নিকট নোটিশ পাঠিয়ে তাঁকে ক্ষমা চাওয়ার জন্য বলা হলেও কোনো রকম উত্তর আসেনি বলে দাবি করেন অমিত ব্যানার্জী এবং এরপরেই তিনি মানহানির মামলা করেন শুভেন্দুর বিরুদ্ধে।

এই মামলায় আগামী ১ লা ডিসেম্বর আলিপুর আদালতে হাজিরা থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিরোধী দলনেতাকে। এখন দেখার, এই মামলায় শুভেন্দুর তরফ থেকে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয়।

প্রসঙ্গত, আগামী ৩ রা ডিসেম্বর কাঁথিতে অধিকারী পরিবারের বাড়ির নিকট একটি সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে তাঁকে চা খেতে আমন্ত্রণ পর্যন্ত জানিয়েছেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। শুধু তাই নয়, গত শুক্রবার মমতার ডাকে তাঁর কক্ষে পৌঁছে যান শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ীরা। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম পর্যন্ত করেন শুভেন্দু অধিকারী, সূত্র মারফত এ খবর প্রকাশ্যে আসে।

Untitled design 69

তবে পরবর্তীতে গতকাল ঘাসফুল শিবিরের উদ্দেশ্যে শুভেন্দুর একের পর এক আক্রমণ এবং এদিন তাঁর উদ্দেশ্যে আলিপুর আদালতের পাঠানো সমন; সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সৌজন্যতা ছাপিয়ে তৃণমূল বনাম বিজেপি দ্বন্দই যেন ফের একবার চরম আকার নিতে শুরু করল।


Sayan Das

সম্পর্কিত খবর