‘আমার মেয়ের চাকরি কে করিয়েছে?’ শুভেন্দুর দিকে তেড়ে গেলেন TMC বিধায়ক, বিধানসভায় তুলকালাম!

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার সকাল থেকেই সরগরম বিধানসভার অধিবেশন। দুই পক্ষই বক্তব্য, পাল্টা বক্তব্য রাখছে। এর মাঝেই আচমকা উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দিকে তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে পূর্বস্থলী উত্তরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।

শুভেন্দুর (Suvedu Adhikari) দিকে কেন তেড়ে গেলেন TMC বিধায়ক?

জানা যাচ্ছে, আজ অধিবেশন শুরুর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। আইনশৃঙ্খলার প্রশ্নে বিধানসভা তেতে ওঠে। এর মাঝেই নাকি আচমকা রাজ্যের বিরোধী দলনেতার দিকে তেড়ে যান তপন (Tapan Chatterjee)। প্রত্যক্ষদর্শীদের কথায়, শুভেন্দুর কাছে গিয়ে তিনি প্রশ্ন করেন, ‘আমার মেয়ের চাকরি যে করিয়েছে?’

   


এখানেই না থেমে শুভেন্দুকে আরও বলেন, ‘কলকাতায় নাকি আমার দু’টো ফ্ল্যাট আছে! আমায় সেটার চাবি দাও’। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয় বলে খবর। বিজেপি (BJP) বিধায়কদের দাবি, শুভেন্দুকে অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়েছেন তৃণমূলের তপন।

আরও পড়ুনঃ স্ট্রংরুম থেকে ফাঁস প্রশ্নপত্র! NEET দুর্নীতি কীভাবে হয়েছিল? সব ফাঁস করল CBI, তোলপাড় দেশ!

পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক গালাগাল দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনের প্রচারে আমার মেয়ের চাকরি এবং কলকাতায় দু’টো ফ্ল্যাট আছে বলে দাবি করেছিলেন শুভেন্দু। উনি আমায় এবং আমার মেয়েকে অপমান করেছেন। সেই জন্য আজ লবিতে গিয়ে ওনার কাছে কৈফিয়ত চেয়েছি’। এদিকে ইতিমধ্যেই বিধানসভার লবিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় স্পিকারকে লিখিতভাবে অভিযোগ জানানোর কথা বলেছেন শুভেন্দু (Suvendu Adhikari)।

Suvendu Adhikari Tapan Chatterjee

তৃণমূল (Trinamool Congress) অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাদের কথায়, এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি। যা গোলমাল হয়েছে সেটা পদ্ম শিবিরের বিধায়করাই করেছেন বলে দাবি শাসকদলের। এদিন তপন শুধুমাত্র কৈফিয়ত চাইছিলেন বলে দাবি তৃণমূলের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর