বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে একদিকে প্রস্তুতি, আর আরেক দিকে চলছে রাজনৈতিক দলগুলির আক্রমণ পাল্টা-আক্রমণ। দিন দুয়েক আগে প্রকাশ্য সভা থেকে শুভেন্দুকে (Suvendu Adhikari) বেইমান বলে তোপ দেগেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার তারই পাল্টা দিলেন বিরোধী দলনেতা।
বিস্ফোরক দাবি শুভেন্দুর- Suvendu Adhikari
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে জোর গলায় দাবি করে শুভেন্দু বলেন, ২০২০ সালের ডিসেম্বর মাসে কার্যত তার পায়ে ধরেছিলেন অভিষেক। একইসাথে অভিষেকের দিন ফুরিয়ে এসেছে বলেও দাবি করেন গেরুয়া বিধায়ক।
শুভেন্দুর কথায়, ‘পয়লা ডিসেম্বর ২০২০ শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এক তৃণমূলকর্মীর বাড়িতে উনি (অভিষেক) কার্যত আমার হাত – পা ধরেছিলেন। সাক্ষী ছিলেন তিন জন। অধুনা বিহারের জন সুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর, ওনার দলের সাংসদ বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আর সৌগত রায়। তিনটে সাক্ষী দিয়ে গেলাম।’
শুভেন্দু বলেন, “ওই বছরই ১৭ ডিসেম্বর বিধায়ক পদ থেকে আমি পদত্যাগ করি। ১৯ ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে যশস্বী নেতা অমিত শাহজির হাত থেকে পতাকা নিয়ে বিজেপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করি আমি।
গত বিধানসভার স্মৃতি হাতড়ে শুভেন্দু বলেন, ‘১৮ জানুয়ারি ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে বলেছিলেন, নন্দীগ্রাম আমার ছোট বোন, ভবানীপুর আমার বড় বোন। আমি এখানে দাঁড়াব। সেদিন রাতেই দিল্লির নেতৃত্ব, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য গুরুদায়িত্ব দেয়।’
আরও পড়ুন: ‘কচু কাটা করব’, তৃণমূলের বিরুদ্ধে হাইকোর্টে আইনজীবী! বড় নির্দেশ দিল আদালত
এদিন তৃণমূলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেন, ‘মাননীয় ভাইপো বাবু। আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে। আমি তোলাবাজ ভাইপো বলি। ২০১১ সালের পরে আপনি এসেছেন সাজানো বাগানে ফুল তুলতে। আপনার সঙ্গে দেড় হাজার পুলিশ থাকে। আকাশে, চার্টার্ড ফ্লাইট আর হেলিকপ্টারে থাকেন আপনি। আপনার যে পরিণতি কী হবে তা আপনি নিজেই দেখতে পাবেন।’ হাতে গোনা দিন অবশিষ্ট রয়েছে বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু।