“মুখ্যমন্ত্রী কি আইএসআইএসের প্রতি সহানুভূতিশীল?” বিস্ফোরক শুভেন্দু অধিকারী

বাংলাহান্ট ডেস্ক : নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দ্য কেরালা স্টোরি ছবি প্রেক্ষাগৃহে প্রদর্শনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন। সূত্রের খবর মুখ্যমন্ত্রী এই বিষয়ে মুখ্য সচিবকে বিশেষ নির্দেশ দিয়ে বলেছেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হল The Kerala Story। এই ছবিতে এমন কিছু দৃশ্য রয়েছে যা রাজ্যের আইন শৃঙ্খলাকে নষ্ট করতে পারে।

তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পর রীতিমত ক্ষোভে ফুঁসছে গেরুয়া শিবির। এছাড়াও বিজেপি সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনে নিষেধাজ্ঞার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে তারা। শুভেন্দুর কথায়, সিনেমাটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিত, অন্যথায় আইনশৃঙ্খলা বজায় রাখতে না পারলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তার টুইটে লিখেছেন, “আইএসআইএস এর প্রতি কি মুখ্যমন্ত্রী সহানুভূতিশীল? যেভাবে কেরলে ধর্মীয় গুরুদের দ্বারা মুসলিম নারীর আক্রান্ত হন এবং জোর করে ধর্মান্তকরণ করানো হয় সেই বিষয়টি এই ছবিতে দেখানো হয়েছে। সিনেমা হলে এই ছবি প্রদর্শিত হলে কেন আইন শৃঙ্খলার অবনতি হবে? মুখ্যমন্ত্রীর উচিত আইন-শৃঙ্খলা বজায় রাখতে না পারলে পদত্যাগ করা।”

অপরদিকে বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য এই বিষয়ে বলেছেন, আমরা ধিক্কার জানাচ্ছি রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে। এই সিদ্ধান্ত মৌলবাদ ও আইএসআইএস এর প্রতি আত্মসমর্পণ নির্দেশ করে। মুখ্যমন্ত্রী সকল সংখ্যালঘুদের আইএসআইএস এর সাথে যুক্ত করে অপমান করেছেন। একটা ভোট তৈরির উদ্দেশ্যে সমস্ত সংখ্যালঘুদের একটা ছাতার নিচে নিয়ে এসে চরম সর্বনাশ করছেন তিনি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর