বাংলাহান্ট ডেস্ক : তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকারের বর্ষপূর্তি উপলক্ষে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে শহিদ শ্রদ্ধাঞ্জলী দিবস ও শহিদ তর্পণ কর্মসূচির। এই কর্মসূচি শুরুর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্রভাবে আক্রমণ করলেন রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
শুভেন্দুর কথায়, গত ১০ দিনে তিনজন বিজেপি কর্মী খুন হয়েছেন। একটা সময় জঙ্গলের রাজত্ব ছিল উত্তরপ্রদেশে। এখন ঠান্ডা হয়ে গিয়েছে। বাংলাও একদিন ঠান্ডা হবে। গতকালই বিজেপির এক বুথ সভাপতির মৃতদেহ মেলে পূর্ব মেদিনীপুরের ময়ানা থেকে। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, অতীত ভুলে গেলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না।
পাশাপাশি তিনি আরও বলেন, “আমরা শুনেছি ইংরেজদের অত্যাচারের কথা। স্বাধীনতার পর আমরা দেখেছি সাইবারি, নন্দীগ্রাম, মরিচঝাঁপি। আমি দাবি করতে পারি এই সরকার খেলা হবে স্লোগান দিয়ে যে অত্যাচার চালাচ্ছে তা ইংরেজরাও করেনি। এই অত্যাচারের কথা লেখা থাকবে ইতিহাসে।”
একই সঙ্গে তার আরোও সংযোজন, “পিসি ও ভাইপো যদি মনে করেন আজীবন রাজ্য চালাবেন তাহলে ভুল। ইতিহাস বলে যে অত্যাচারীরা বেশিদিন স্থায়ী হয় না। করুণ পরিনাম হয়েছে জিয়াউল হক, মার্কোজ, হিটলার, মুসোলিনীরও। এদিন বিরোধী দলনেতা বলেন, দুইজন খুন হয়েছিলেন ২০২১ সালের ২ মে।
গিয়াসউদ্দিনের দলবল মগরাহাট পশ্চিমের প্রার্থী মানস সাহাকে কাউন্টিং হলের সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল। দুমাস পর তার মৃত্যু হয়। মমতার বাহিনী পঞ্চায়েতে চুরির লাইসেন্সের জন্য ফের খুনের রাজনীতি শুরু করেছে। ১৯৬৫ ভোটে আজকের দিনে লেডি কিম আমার কাছে ভোটে হেরেছিলেন। ওনাকে প্রাক্তন করে দেব।