“আমার কাছে জমি চেয়েছিলেন অনুকূল ঠাকুর!” মমতার ভিডিও পোস্ট করে মনোবিদ দেখানোর পরামর্শ শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক : কিছুক্ষণ আগে ফেসবুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, “আমার কাছে জমি চেয়েছিলেন অনুকূল ঠাকুর যেটা স্টেট গর্মেন্টের, আমি দিয়ে দিয়েছি।”

এই ভিডিও-র সাথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, “যুগাবতার পুরুষোত্তম্ শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ১৯৬৯ সালে দেওঘরে দেহ ত্যাগ করেন। উনি কি আপনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন জমির ব্যাপারে? এই সব মিথ্যাচারের জন্য আপনি ক্ষমা চান এবং কোনো অভিজ্ঞ মানসিক চিকিৎসাবিদের তত্ত্বাবধানে নিজের মস্তিষ্কের চিকিৎসা করান। আপনার সুস্থতা কামনা করি।”

আরোও পড়ুন : কয়েকশ কোটি টাকা খরচ করে উদ্যোগ কেন্দ্রের! এবার রেশন কার্ডে চাল-গমের সাথে মিলবে এই জিনিসটি

শুভেন্দু অধিকারীর এই পোষ্টের পর বহু সমাজ মাধ্যম ব্যবহারকারী সেখানে কমেন্ট করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “হয়ত রাতের স্বপ্নে যোগাযোগ হয়েছিল।” আবার অন্য এক ব্যবহারকারী লিখেছেন, “এই ধরনের কথা শুনব বলেই ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিলাম।” ইতিমধ্যেই কয়েক হাজার বার এই ভিডিওটি দেখে ফেলেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।

আরোও পড়ুন : ‘তাদের চাকরি থাকার কোনও প্রশ্নই নেই’, SSC নিয়োগ মামলায় সাফ জানিয়ে দিল হাইকোর্ট

এমনকি ৫০০-র বেশি মানুষ এই ভিডিও শেয়ার করেছেন। যদিও মুখ্যমন্ত্রীর বিভিন্ন বক্তব্যকে নিয়ে আগেও জল ঘোলা হয়েছে। ইসরোর চন্দ্র অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “এর আগে রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন।” এই মন্তব্যের পর বিরোধীরা তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে।

suvendu adhikari (1)

এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর একটি বক্তব্যের অংশ তুলে ধরেছেন সমাজ মাধ্যমে। শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন, যে অনুকূল ঠাকুর ১৯৬৯ সালে প্রয়াত হয়েছেন, তিনি কীভাবে মুখ্যমন্ত্রীকে জমি দেওয়ার জন্য আবেদন জানাতে পারেন? একই সাথে বিরোধী দলনেতার ‘পরামর্শ,’ মুখ্যমন্ত্রী যেন দ্রুত মনোবিদের সাহায্য নিয়ে মস্তিষ্কের চিকিৎসা করান।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর