পঞ্চায়েত ভোটের হিংসায় বাংলা ছেড়ে আসামে BJP কর্মীরা! আশ্রয় দিলেন হিমন্ত, ধন্যবাদ জানালেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্ক : ২০২৩ সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের (West Bengal Panchayat Election) তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই সীমাহীন হিংসায় বিপর্যস্ত বাংলা। একের পর এক রাজনৈতিক হিংসা, মারামারি, কাটাকাটি, বাড়িঘর ভাঙচুরের ঘটনায় প্রত্যেক জেলায় জেলায় ছড়িয়েছিল আতঙ্ক।

বাংলার প্রধান বিরোধী দল বিজেপির কর্মী (Bharatiya Janata Party Supporters) সমর্থকরাও ব্যাপকভাবে এই হিংসার শিকার হয়েছিলেন। তাঁদেরকেই আশ্রয় দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী (Chief Minister of Assam)।

   

পঞ্চায়েত নির্বাচনের হিংসা হানাহানির কবলে পড়ে প্রাণ সংশয়ে ভুগছিলেন পশ্চিমবঙ্গের বহু গেরুয়া সমর্থক। ১৩৩ জন বিজেপি কর্মীকে পশ্চিমবঙ্গ থেকে অসমে আশ্রয় দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই খবর প্রকাশ করে টুইটারে তিনি লেখেন, ‘শ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে হিংস্রতার কারণে জীবনের ভয়ে ১৩৩ জন মানুষ অসমের ধুবরি জেলায় আশ্রয় চেয়েছিলেন। আমরা তাঁদের সকলকে একটি ত্রাণ শিবিরে আশ্রয় দিয়েছি, তার সাথে সাথে খাদ্য ও চিকিৎসা ব্যবস্থার সহায়তাও দিয়েছি।’

বিজেপি সমর্থকদের এই সহায়তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইট বার্তায় জানান, ‘আমি অসমের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাতে চাই। পশ্চিমবঙ্গের অত্যাচারিত বিরোধী দল কর্মকর্তাদের ত্রাণ প্রদানের জন্য, বিশেষ করে বিজেপির যে সমর্থকরা, যাঁরা বারবার নির্বাচন সংক্রান্ত সহিংসতার শিকার হন এবং অসম রাজ্যের কাছাকাছি থাকার কারণে, তাঁরা নিজেদের পরিবারের সাথে সেই রাজ্যে পাড়ি দেওয়া নিরাপদ বলে মনে করেন, তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য ধন্যবাদ। দয়া করে আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন।’

এর আগে, যেদিন রাজ্যে পঞ্চায়েত ভোট হয়, সেদিন সন্ধ্যায় হিংসা ও ভোট লুঠের অভিযোগে নির্বাচন কমিশনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আজ বাংলার বিজেপি কর্মীদের আশ্রয় দেওয়ার জন্য অসমের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

অপরদিকে, পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোদে দিল্লি থেকে বাংলায় প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি। হিংসাকবলিত এলাকা ঘুরে দেখে, জেপি নাড্ডাকে রিপোর্ট দেবেন প্রতিনিধি দলের সদস্যরা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর