বারুইপুর পুলিশের ‘শীতঘুম’ কবে কাটবে? দুই ‘কাশ্মীরি’ যুবককে ক্লিনচিট দিতেই প্রশ্নবাণ শুভেন্দুর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বারুইপুরে দুই কাশ্মীরির ‘সন্দেহজনক কার্যকলাপ’ নিয়ে বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সতর্ক বার্তায় চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার রাজ্য পুলিশ এবং এনআইএ কে সোশ্যিল মিডিয়ায় ট্যাগ করে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিরোধী দলনেতা জানান, স্থানীয় সূত্রে তিনি খবর পেয়েছেন, বারুইপুরে দুজন সন্দেহভাজন কাশ্মীরি থাকছেন। শুধু তাই নয়, তাঁদের বাড়ির ছাদে ন্যানোবিম ২ এসি কমপ্যাক্ট এবং হাই পারফরম্যান্স ওয়ারলেস নেটওয়ার্ক ব্রিজ বসানো হয়েছে বলেও দাবি করেন তিনি। এরপরেই এদিন দুপুরে একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টা খোলসা করেন বারুইপুর এসপি পলাশ ঢালি। এবার ফের পুলিশের দিকে পালটা প্রশ্ন ছুড়ে দিলেন বিরোধী দলনেতা।

বারুইপুর পুলিশ এসপিকে পালটা প্রশ্ন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)

এদিনের সাংবাদিক বৈঠকে বারুইপুর পুলিশের এসপি বলেন, যে দুজন যুবককে ‘সন্দেহভাজন’ বলা হচ্ছে, তাঁরা আদতে মধ্যপ্রদশের বাসিন্দা। এক বছর আগেই কলকাতায় আসেন তাঁরা। একজন কম্পিউটার এবং আরেকজন সিভিল ইঞ্জিনিয়ার। গত ৪ ঠা এপ্রিল বারুইপুরের ওই আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নেন তাঁরা। আর বাড়ির ছাদে যে সন্দেহজনক বস্তুর কথা বলা হয়েছে, সেটা আসলে জিও ফাইবারের ডিস। তবে বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। এরপরেই আর একটি পোস্টে পুলিশকে উদ্দেশ্য করে কয়েকটি প্রশ্ন রেখেছেন শুভেন্দু (Suvendu Adhikari)।

Suvendu adhikari took a dig at baruipur police sp

কী প্রশ্ন রাখলেন বিরোধী দলনেতা: তিনি লিখেছেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে করা পুলিশের সাংবাদিক বৈঠকটি তিনি দেখেছেন এবং কিছু প্রশ্ন তাঁর মনে এসেছে। প্রথমত, এসপি বলেছেন যে ওই দুই ব্যক্তি মধ্যপ্রদেশ থেকে বারুইপুরে এসে থাকতে শুরু করেছেন। এ বিষয়ে কোনো তথ্য কি বারুইপুর থানার কাছে রয়েছে? দ্বিতীয়ত, ‘হাইবারনেশন পিরিয়ড’ এর সুযোগ নিয়ে তিন সপ্তাহ ধরে কি কেউ কোনো তথ্য যাচাই ছাড়াই থাকছেন বারুইপুরে?

আরো পড়ুন : বারুইপুরে দুই কাশ্মীরির ঠিকানায় চলছে ‘সন্দেহজনক’ কার্যকলাপ? বোমা ফাটালেন শুভেন্দু

রাজ্য পুলিশকে কটাক্ষ শুভেন্দুর: সোনারপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকা বাংলাদেশি দুষ্কৃতী আব্দুল মান্নান এবং লাল্টু শেখের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। আবার কিছুদিন আগেই পাকিস্তান থেকে ট্রেনিং প্রাপ্ত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকেও গ্রেফতার করা হয়েছে। তাই কোনো তথ্য যাচাই না করে থাকা যথেষ্ট উদ্বেগজনক। তৃতীয়ত, এসপির বক্তব্য অনুযায়ী, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং একজন সিভিল ইঞ্জিনিয়ারি মাছ চাষ শুরু করতে চলেছেন দক্ষিণ চব্বিশ পরগণায়! তার জন্য আবার তাদের হাই স্পিড ইন্টারনেট প্রয়োজন! এই তথ্যগুলি নিয়ে খটকা লেগেছে বিরোধী দলনেতার (Suvendu Adhikari)। তিনি এও বলেন, পুলিশ যখন তাদের ক্লিনচিট দিতেই চাইছে, তাহলে তাদের সাংবাদিক বৈঠকে ডেকে আনা হল না কেন?

আরও পড়ুন : কাশ্মীরে রক্তপাতের পালটা ‘দাওয়াই’, ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ খানের ছবি-সূত্র

কটাক্ষ শানিয়ে শুভেন্দু লেখেন, বারুইপুর পুলিশ এবং রাজ্য পুলিশ তাদের ‘হাইবারনেশন’ থেকে বেরিয়ে এসে জাতীয় নিরাপত্তায় যে ঝুঁকি তৈরি হয়েছে তা উপলব্দি করুক। প্রসঙ্গত, বারুইপুর পুলিশের তরফে দাবি করা হয়, দুই যুবক যে কাশ্মীরি বলে খবর ছড়ানো হয়েছে তা ভুয়ো। তবে এ বিষয়ে তদন্ত করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X