পাশে থাকার বার্তা দিয়ে ‘কমরেডের’ নামই ভুলে গেলেন! ধুলিয়ানে নিহতের ভুল নাম বলে শুভেন্দুর নিশানায় সেলিম

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রবিবার বামেদের ব্রিগেড সমাবেশ উপলক্ষে নেমেছিল জনতা, সমর্থকদের ঢল। বৈশাখী দুপুরের উত্তাপ আরো বাড়িয়ে তুলেছিল সিপিএম নেতৃত্বদের ভাষণ। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি চারটি গণসংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশের আয়োজন করে সিপিএম। শেষ বক্তা হিসেবে মঞ্চ থেকেই এদিন তৃণমূল এবং বিজেপি, আরএসএস-এর বিরুদ্ধে তোপ দাগেন সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কিন্তু এবার তাঁর একটি ভিডিও শেয়ার করে পালটা কটাক্ষ শানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মুর্শিদাবাদ প্রসঙ্গে মহম্মদ সেলিমকে পালটা শুভেন্দুর (Suvendu Adhikari)

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বামেদের ব্রিগেড সমাবেশের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। প্রত্যাশা মতোই সেলিমের বক্তব্যে এদিন জায়গা করে নেয় এসএসসি দুর্নীতি থেকে মুর্শিদাবাদ হিংসা। ব্রিগেডের মঞ্চ থেকে সেলিমকে বলতে শোনা যায়, ওয়াকফ সংশোধন নিয়ে গোটা দেশে চলছে প্রতিবাদ। শুধু তৃণমূল এবং বিজেপির পাঁচ ছয় জন সাংসদ ছাড়া। অন্য কোথাও তো অশান্তি হচ্ছে না, তাহলে এখানে হল কেন? মুর্শিদাবাদের অশান্তি প্রসঙ্গে তিনি বলেন, মুর্শিদাবাদে যাঁরা খুন হলেন, তাঁদের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে, ভরণপোষণের দায়িত্ব নিতে হবে।

Suvendu adhikari took a dig at mohammed salim

মঞ্চেই বড় ভুল সেলিমের: সেলিম আরো বলেন, সামশেরগঞ্জে, সুতিতে গিয়েছিলেন তিনি। কোথাও পুলিশের গুলিতে, কোথাও হামলাকারীদের আক্রমণে মারা গিয়েছে মানুষ। তাঁদের কাছে সম্প্রীতির বার্তা নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু এদিনের বক্তব্যে একটি বড়সড় ভুল করে বসেন তিনি। ধুলিয়ানের জাফরাবাদে নিহত বাবা ছেলের বিষয়ে বলতে গিয়ে ভুল নাম বলে বসেন সেলিম। হরগোবিন্দ দাস এর পরিবর্তে তিনি বলেন, হরসুন্দর দাস। ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এবার তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কটাক্ষ শানিয়ে তিনি লিখেছেন, ‘নিজেদের কর্মী বলে দাবি করছিলেন দু’দিন আগে, অথচ নামটাই জানা নেই ঠিক করে! মুর্শিদাবাদের হিন্দু বিরোধী হিংসার শিকার; হিন্দু শহীদ শ্রী হরগোবিন্দ দাস অমর রহে, হিন্দু হিন্দু ভাই ভাই’। 

আরো পড়ুন : ‘নিজেদের ভালো ছবি দেবেন, অথচ…’, মুর্শিদাবাদ ইস্যুতে ট্রোলড ইউসুফ, বিতর্কের মাঝে ব্যাট ধরলেন কুণাল

মুর্শিদাবাদে গিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক: প্রসঙ্গত, কিছুদিন আগেই জাফরাবাদে খুন হওয়া হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে উপস্থিত হয়েছিলেন মহম্মদ সেলিম। সঙ্গে গিয়েছিলেন মীনাক্ষী মুখার্জী, মুর্শিদাবাদ জেলা সিপিএমের নেতা জামির মোল্লা, ধ্রুবজ্যোতি সাহা সহ পার্টির অন্যান্য নেতারা।

আরো পড়ুন : চোখ ধাঁধানো ব্যবস্থা, বিশ্বমানের সুযোগ সুবিধা! কোন রুটে চলবে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন?

তাঁদের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন সেলিমরা। উল্লেখ্য, নিহত বাবা ছেলে তাঁদের পার্টির কর্মী বলে আগেই দাবি করেছিল সিপিএম। তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিয়েছিলেন মহম্মদ সেলিম, মীনাক্ষীরা। অথচ এদিন পার্টি কর্মীর নামই কিনা ভুল বললেন সেলিম! সেই প্রসঙ্গ টেনেই এবার কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X