অভিষেকের রোড শোয়ে উর্দি পরে হাঁটছেন পুলিস সুপার! ভিডিও টুইট করে তৃণমূলকে তুলোধোনা শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক : অভিষেকের নব জোয়ারের পদযাত্রায় তৃণমূলকর্মীদের সঙ্গে উর্দি পরে হাঁটছেন জেলার পুলিস সুপার। এমনই এক চাঞ্চল্যকর ভিডিও টুইট করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নবজোয়ার যাত্রা নিয়ে এ বার পূর্ব মেদিনীপুরের (Purba Medipore) নন্দীগ্রামে (Nandigram) রয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৩টে নাগাদ চণ্ডীপুর থেকে যাত্রা শুরু করেছিলেন অভিষেক। নন্দীগ্রাম পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা হেঁটে জনসংযোগ করেন তিনি। আর সেই জনসংযোগ যাত্রার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। রোদ মাথায় নিয়ে মেগা রোড শোয়ে চণ্ডীপুরে উর্দি পরে হাঁটতে দেখা যায় পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার আইপিএস অমরনাথকে। সেই ভিডিয়ো বৃহস্পতিবার বিকেলে নিজের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেন শুভেন্দু।

এই ভিডিওর সঙ্গে তিনি লেখেন, ‘ভিডিয়োটা না দিলে অনেকে হয়তো বিশ্বাস করতেন না। চণ্ডীপুরে তৃণমূলের রাজনৈতিক পদযাত্রায় দলের কর্মীদের সঙ্গে হাঁটছেন একজন আইপিএস আধিকারিক মিস্টার অমরনাথ। চাঞ্চল্যকর, তাই না? আঞ্চলিক তৃণমূল দলের কর্মীরা দয়া করে বলবেন না উনি নিরাপত্তা দিতে মিছিলে ছিলেন। এককথায় পুলিসের পোশাক পরে তিনি তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছেন।’

এর আগেও একাধিকবার পূর্ব মেদিনীপুরের পুলিস সুপারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শুভেন্দু। পুলিসের পোশাক পরে তিনি তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছেন বলে অভিযোগ করেছেন তিনি। এবার তাঁর তৃণমূলের মিছিলে হাটার ভিডিয়ো টুইট করলেন। যে ভিডিয়োয় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, রাজ্যের স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, জাতীয় নির্বাচন কমিশনকে ট্যাগ করেছেন।

বায়রন বিশ্বাসকে দলে নিয়ে অধীর চৌধুরীকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নন্দীগ্রামে দাঁড়িয়ে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামে মমতাকে হারানো নিয়ে প্রতিটি সভা-সমাবেশেই কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

ভোটের ফল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও সেই মামলা চলছে। সেই প্রসঙ্গেই নাম না করে অভিষেক বলেন,’ক্ষমতা থাকলে এখনই ভোট হোক। আদালত রায় দিলে এখনই যদি ভোট হয় তবে ৫০ হাজারে জিতবে তৃণমূল কংগ্রেস।’


Sudipto

সম্পর্কিত খবর