বাংলা হান্ট ডেস্কঃ বুধবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট (Budget) পেশ করল রাজ্য সরকার (West Bengal Government)। রাজ্য বাজেট ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পঞ্চায়েত নির্বাচনের আগে এটাই ছিল রাজ্যসরকারের শেষ বাজেট। বাজেট অধিবেশনের প্রথম দিন থেকে রাজ্য সরকারের বিরোধিতায় প্রধান বিরোধী দল বিজেপি (BJP)। বাজেট পেশের দিনও তার ব্যতিক্রম হল না।
প্রসঙ্গত, বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্যের বিরুদ্ধে সরব হন বিজেপি বিধায়কেরা। যা একেবারেই নজিরবিহীন ঘটনা। সেই বিরোধই দেখা গেল গতকাল বাজেট পেশের দিনও। বাজেট পেশ হওয়ার আগে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বিজেপির অন্য সকল বিধায়করা (MLA’s) অধিবেশন কক্ষে ঢুকছে ঠিকই, তবে মুখে মাস্ক পরে। যে সে মাস্ক নয় একেবারে ৫০০ টাকার মাস্কে পরে। তাদের সকলের মাস্কের ওপর সেলোটেপ দিয়ে লাগানো ছিল ৫০০ টাকার নোট। তবে আসল নয়, তা নকল ৫০০ টাকা।
তবে কেন এহেন কাণ্ড ঘটালেন শুভেন্দুরা? বিরোধী দলনেতার দাবি, ৫০০ টাকার মাস্কে নিজেদের মুখ ঢেকে রাজ্যের মমতা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তারা। বিভিন্ন রকম ভাতা দিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ করছে রাজ্য সরকার, এমনটাই অভিযোগ তাদের। শুভেন্দু অধিকারীর কথায়, ‘আমাদের তো মুখ বন্ধ রাখতে বলেছে। ৫০০ টাকা দিয়ে মুখ বন্ধ করতে বলেছে। তাই আমরা মুখ বন্ধ করে রেখেছি।’
অন্যদিকে, বিধানসভার কক্ষে শুভেন্দুদের ৫০০ টাকার নোট চিপকানো মাস্ক পরে ঢোকার সেই ছবি দেখে পাল্টা বিজেপি বিধায়কদের কটাক্ষ বাণে বিঁধেছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন একটি টুইট করে কুণাল লেখেন, ‘শুভেন্দু মাস্কের ওপর ৫০০ টাকার নোট লাগিয়েছেন। এটা কি নারদা থেকে পাওয়া? হতে পারে সারদা-র সুদীপ্ত সেনের কাছ থেকে নিয়েছিলেন।’
Suvendu is using a note over mask in Assembly house, which he took in Narada Scam, or might have taken from Sudipta Sen of Saradha.@AITCofficial pic.twitter.com/7QLVXxvo2M
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 15, 2023
এদিন বাজেট পেশের আগে নয়, বাজেট পেশের পরও তা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা। তার কথায়, এই বাজেটে রাজ্যের উন্নয়নের কোনো কথার উল্লেখ নেই। শুধুমাত্র আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে এই বাজেট তৈরী করা হয়েছে। সমাজের সাধারণ মানুষের স্বার্থের কথা এই বাজেটে বলা হয়নি বলেই অভিযোগ বিরোধী দলনেতার।