বাংলা হান্ট ডেস্ক: সিঙ্গুর মামলায় (Singur Case) বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। আরবিটাল ট্রাইব্যুনালের নির্দেশ, টাটা মোটর্সকে প্রায় ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে। সেই সঙ্গে ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে বার্ষিক ১১ শতাংশ হারে সুদও দিতে হবে। ন্যানো (Nano) বিদায়ের ১৫ বছর পর রাজ্য সরকারের এই ধাক্কায় ফের রাজ্য-রাজনীতিতে প্রাসঙ্গিক হয়েছে উঠেছে সিঙ্গুর আন্দোলন।
৭৬৬ কোটি টাকা, সেই সঙ্গে সুদ! এই বিপুল পরিমাণ টাকা সরকারকে দিতে হবে। আর এই নিয়েই সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, এই ক্ষতিপূরণের টাকা দিতে গিয়ে যেন কোনওভাবেই সাধারণ মানুষের করের টাকায় কোপ না পড়ে। তিনি বলেন, ‘জনগণের করের টাকায় সিঙ্গুর মামলায় টাটাদের (TATA) ক্ষতিপূরণ দিলে বৃহত্তর আন্দোলন হবে। দলের তহবিল থেকে টাটাদের ক্ষতিপূরণ দিক তৃণমূল (TMC)। তৃণমূলের তহবিলে বর্তমানে ৮০০ কোটি টাকা আছে। তার থেকে ক্ষতিপূরণ দেওয়া হোক।’
প্রসঙ্গত, ১৫ বছর আগে রতন টাটা বলেছিলেন, ‘মমতার (Mamata Banerjee) জন্য সিঙ্গুর ছাড়লাম’। কিন্তু দেড় দশক পর যে এত বড় ধাক্কা খাবে মমতার নেতৃত্বাধীন সরকার এটা বোধ হয় কেউই আন্দাজ করতে পারেননি।
যদিও এই ক্ষতিপূরণের অঙ্কের সঙ্গে একমত নয় নবান্ন। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার উচ্চ আদালতে যেতে চলেছে রাজ্য, এমনটাই সূত্রের খবর। ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর থেকেই আইনজীবীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকেরা। তবে সরকার হাইকোর্ট (Calcutta High Court) না সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করবে তা এখনও জানা যায়নি।