পূর্ণমের বাড়িতে শুভেন্দু! গাইলেন দেশাত্মবোধক গান, পরিবারের অনুমতি নিয়ে জানালেন মনের ইচ্ছে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সমস্ত অপেক্ষা এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ। বুধবার সকালে এই খবর সামনে আসার পরেই পূর্ণমের রিষড়ার বাড়িতে শুরু হয়ে যায় উৎসবের আবহ। জানিয়ে রাখি যে, পাঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্তের ওপারে চলে গিয়েছিলেন পূর্ণম। তারপর তাঁর ভারতে প্রত্যাবর্তনের লক্ষ্যে অপেক্ষা করছিলেন সমগ্র দেশবাসী। অবশেষে ২২ দিন পর পাকিস্তান থেকে ভারতের ফিরলেন পূর্ণম। এমতাবস্থায়, বুধবার সন্ধ্যেতেই পূর্ণমের রিষড়ার বাড়িতে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

পূর্ণমের বাড়িতে শুভেন্দু (Suvendu Adhikari):

সেখানে গিয়ে পূর্ণমের বাবা-মা সহ তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন শুভেন্দু (Suvendu Adhikari)। শুধু তাই নয়, পূর্ণমের ফিরে আসার খুশিতে তিনি সবাইকে মিষ্টিমুখ করান। এর পাশাপাশি পূর্ণমকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার বিষয়টিও উপস্থাপিত করেন তিনি। শুভেন্দু আরও জানান, ভারত এবং পাকিস্তানের মধ্যে DGMO স্তরের যে বৈঠক সম্পন্ন হয় সেখানেও পূর্ণমের বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও, শুভেন্দু (Suvendu Adhikari) পূর্ণমকে ভারতে ফিরিয়ে আনার এই সামগ্রিক বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যেও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি স্পষ্ট জানান যে, “মোদী থাকলে সবকিছুই সম্ভব”। এদিকে, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান পূর্ণমের পরিবারের সদস্যরাও। এই প্রসঙ্গে পূর্ণমের স্ত্রী বলেন, “আমাদের দেশে মোদীজি থাকলে সবকিছুই সম্ভব, কোনও কিছুই অসম্ভব নয়। আমি মনে করি আমাদের দেশে এখন যেসকল সেনাতে থাকা ভাই-বোন রয়েছেন তাঁরা সবাই মোদীজির আমলে নিরাপদে রয়েছেন।”

এদিকে, শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “পূর্ণমের বাবা আমাকে অনেকদিন ধরে চাইছিলেন…..পূর্ণমের বাবা মানে আমাদেরও অভিভাবক। উনি নির্দেশ দিয়েছেন আর আমি পৌঁছে গিয়েছি।” তবে,পূর্ণম কবে বাড়িতে ফিরবেন এই প্রসঙ্গে শুভেন্দু জানান, “আমি এটা এখানে বলবনা। এর একটা নিজস্ব প্রোটোকল আছে। পূর্ণম ভিডিওকলে টাচে আছেন।”

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে নাম! ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল বিধায়ক

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “আজকে আমাদের বাংলার মানুষদের কাছে খুশির দিন। আমাদের বাড়ির যুবক, দেশের সম্পদ, দেশের গর্ব, সুস্থ অবস্থায় দেশে ফিরে এসেছেন। আমি পরিবারের অনুমতি নিয়েছি পূর্ণম আসার পরে তাঁকে আমরা সবাই মিলে জাতীয় পতাকা দিয়ে একটা পদ্ম ফুলের মালা পরিয়ে দিয়ে যাব।” সাংবাদিকদের সাথে কথা বলার পরেই বিরোধী দলনেতাকে দেশাত্মবোধক গানও গাইতে দেখা যায়।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X