Suvendu Adhikari-এর জন্য ‘Z Category” নিরাপত্তা ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জন্য Z ক্যাটাগরির নিরাপত্তা ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই ঘোষণা করা হয়। শুভেন্দু অধিকারীকে নিয়ে অনেকদিন ধরেই রাজ্য রাজনীতি তোলপাড়। মন্ত্রীত্ব, বিধায়ক পদ এবং তৃণমূলের সদস্যতা সবই ছেড়েছেন তিনি। শোনা যাচ্ছে যে, আগামীকাল মেদিনীপুরে অমিত শাহের জনসভায় তৃণমূলের অনেক বিধায়ক আর নেতা নিয়ে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। আর এর ঠিক একদিন আগেই শুভেন্দু অধিকারীর সুরক্ষার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে Z-ক্যাটাগরির নিরাপত্তা ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

X