নন্দীগ্রামের রায় নিয়ে এখনও ধোঁয়াশা! বাংলার মেয়ে নয়, ১৯৫৩ ভোটে জিতেছেন শুভেন্দু অধিকারী

বাংলাহান্ট ডেস্কঃ একুশের প্রেস্টিজ ফাইটের ভোট গণনার শুরুটা হয়েছিল কাঁটার টক্কর দিয়ে। তবে সমস্ত ছক ভেঙে পোস্টাল ব্যালটের প্রাথমিক ট্রেন্ডে তৃণমূলের এগিয়ে থাকার প্রবণতা শুরু থেকেই দেখা গিয়েছিল। বেলা গড়াতেই এগিয়ে থাকার নিরিখে ব্যবধান আরও বাড়াতে থাকে শাসকদলের। দুপুর ১২টা বাজতেই এবারের ভোটে কাঙ্খিত লক্ষ্য মাত্রা ছুঁয়ে ফেলল মমতা সরকার।

বাংলায় আবারও তৃণমূল সরকারের জয় নিশ্চিত হলেও, নন্দীগ্রাম নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। প্রথম দিকে শোনা গিয়েছিল অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু তারপর বেলা গড়াতেই মমতা ব্যানার্জির (Mamata Banerjee) দিকে পাল্লা ভারী হতে থাকে। তবে বিকেলের দিকে ১২০০ ভোটে নন্দীগ্রামে জয়ী ঘোষিত হয়েছিলেন মমতা ব্যানার্জি।

mamata suvendu pti 1619705636

কিন্তু সন্ধ্যা গড়াতেই প্রশ্ন উঠতে থাকে মমতা ব্যানার্জির জয় ঘিরে। জানা যায় ১৯৫৩ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে এবিষয়ে এখনও অবধি কোন সঠিক তথ্য জানা যায়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে এবিষয়ে মমতা ব্যানার্জির মত, ‘নন্দীগ্রাম যা রায় দেবে মাথা পেতে নেব। সকলকে অভিনন্দন জানাব বাংলার জয়ের জন্য’।

তবে তৃণমূলের অফিসিয়াল সাইট থেকে জানা গিয়েছে, নন্দীগ্রামে এখনও গণনা সম্পন্ন হয়নি, কাজ চলছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর