বাংলা হান্ট ডেস্কঃ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু হিন্দুদের ওপর একের পর এক নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। কখনো হিন্দুদের ওপর মারধরের ঘটনা সামনে এসেছে, তো কখনো আবার তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ এসেছে শিরোনামে। সম্প্রতি, বাংলাদেশের নড়াইলে হিন্দুদের মন্দির থেকে শুরু করে দোকান এবং ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আর এবার এই প্রসঙ্গকে হাতিয়ার করে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ দাবি করলেন বিজেপি (BJP) বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বাংলাদেশে ক্রমবর্ধমান হিংসা প্রসঙ্গে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকে একটি চিঠি দিয়ে শুভেন্দু অধিকারী লেখেন, “প্রতিবেশী বাংলাদেশে সম্প্রতি যে সকল ঘটনা ঘটে চলেছে, সেই কারণে আমি চিঠি লিখতে বাধ্য হয়েছি। সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা বেড়ে চলেছে। এই ঘটনায় হস্তক্ষেপ করা হোক।”
Under the pretext of alleged blasphemy, once again a savage mob vandalised Hindu homes & properties at Sahapara village in Narail’s Lohagara Upazila; Bangladesh.
I have written to Hon'ble PM Shri @narendramodi ji & Hon'ble EAM Shri @DrSJaishankar ji requesting them to intervene. pic.twitter.com/LWC6BaH6Rg— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 18, 2022
উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশের নড়াইলে লোহাগড়া এলাকায় আচমকা হিন্দুদের মন্দির, দোকান এবং ঘরবাড়িতে ভাঙচুর চালায় মুসলিমরা। এরপরে সেখানে আগুন লাগিয়ে দেওয়ার মত গুরুতর অভিযোগ সামনে আসে। এরপর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনো থমথমে পরিস্থিতি। সংবাদ মাধ্যম সূত্রের খবর, সম্প্রতি আকাশ সাহা নামে এক ছাত্র একটি ফেসবুক পোস্ট করে এবং সেই পোস্টটি তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে দাবি জানায় এক শ্রেণীর মানুষ এবং এই কারণেই হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনাটি ঘটেছে বলে দাবি।
তবে গত শুক্রবারের ঘটনা এই প্রথম নয়, এর পূর্বেও বাংলাদেশের একাধিক প্রান্তে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ঘটে। কয়েকদিন পূর্বেই নড়াইল এলাকায় এক কলেজ শিক্ষককে জুতোর মালা পরিয়ে গোটা এলাকায় ঘোরানো হয়। উল্লেখ্য, হিন্দুদের ঘরবাড়ি পোড়ানোর ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে ফেসবুক পোস্টকারী ওই কলেজ ছাত্রকেও পাকড়াও করেছে পুলিশ। পূর্বের তুলনায় পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে একের পর এক হিংসার ঘটনায় বিদেশিদের হাত রয়েছে। একই সঙ্গে এবার প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুদের ওপর লাগাতার নির্যাতনের ঘটনায় শুভেন্দু অধিকারীর কেন্দ্রকে দেওয়া চিঠি বেশ ‘প্রাসঙ্গিক’ বলে মনে করা হচ্ছে। তবে পরবর্তীতে এই ঘটনার দরুণ কেন্দ্র সরকার কোনরকম পদক্ষেপ নেয় কিনা, সেটাই দেখার।