বাংলা হান্ট ডেস্কঃ সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যের বাজেট অধিবেশন। এদিন দুপুরে বাজেটের ওপর বক্তব্য রাখার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose)। তার আগে তাঁকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাজেটের ওপর রাজ্যপালের বক্তব্য রাখার অনুষ্ঠান এবং রাজ্য বাজেট অধিবেশন পর্বে যাতে দুই তৃণমূল (Trinamool Congress) বিধায়ক উপস্থিত থাকতে না পারেন, তার জন্য যথাযথ পদক্ষেপ নিতে রাজ্যপালকে চিঠি দেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
কোন ২ তৃণমূল বিধায়ককে নিয়ে চিঠি দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)?
গত বছর রাজ্যের বেশ কয়েকটি আসনে বিধানসভা উপনির্বাচন হয়েছিল। এর মধ্যে দু’টি আসনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। পরবর্তীতে তাঁদের শপথ নিয়ে বিস্তর জলঘোলা হয়। এবার রাজ্য বাজেটে এই দুই তৃণমূল বিধায়কের উপস্থিতি আটকাতে রাজ্যপাল বোসকে চিঠি দিলেন বিরোধী দলনেতা।
জানা যাচ্ছে, শুভেন্দু (Suvendu Adhikari) চিঠিতে লিখেছেন, সংবিধানের ১৮৮ ধারা অনুসারে বিধানসভার রুল ৫ মোতাবেক রাজ্যপাল অনুমোদিত ব্যক্তি যে কোনও সদস্যকে শপথবাক্য পাঠ করান। তবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের ক্ষেত্রে তা মানা হয়নি। ফলে আইন অনুযায়ী এখনও তাঁরা রাজ্য বিধানসভার সদস্য নন। তাই তাঁরা অধিবেশন কক্ষে উপস্থিত থাকতে পারেন না। এদিন দুপুরে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করে রাজ্যপালকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন বিজেপি বিধায়ক।
আরও পড়ুনঃ ‘যাবি না?’ বিধানসভায় মুখোমুখি মমতা-শুভেন্দু! মুখ্যমন্ত্রীর প্রশ্নের কী জবাব দিলেন BJP বিধায়ক?
সায়ন্তিকা ও রেয়াতের শপথ বাক্য পাঠ করানো নিয়ে রাজ্য ও রাজভবনের সংঘাত চরমে উঠেছিল। শেষ অবধি বিধানসভার ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর নির্দেশ দেন রাজ্যপাল। কিন্তু তা সত্ত্বেও ওই দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এখানেই বিধিভঙ্গের অভিযোগ উঠেছে।
শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্য, ‘রাজ্যপালের নির্দেশ যেভাবে অমান্য করে শপথবাক্য পাঠ করানো হয়েছিল, সেটা অসাংবিধানিক’। তাঁর দাবি, ওই দুই তৃণমূল বিধায়কের শপথ বিধিসম্মত নয়। তা নিয়ে বিতর্ক রয়েছে। সেই কারণে যতক্ষণ না ওই বিতর্কের অবসান হচ্ছে, ওই দুই বিধায়ক যেন বাজেট অধিবেশনে অংশগ্রহণ না করতে পারেন।