সুদীপ্ত সেনের চিঠির তদন্ত হোক, সিবিআই ডিরেক্টরকে চিঠি শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগেই আলিপুর জেলে বন্দি সারদা কর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen) এক চিঠিতে জানান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), বিমান বসু , সুজন চক্রবর্তী  সহ একাধিক রাজনৈতিক নেতার বিরুদ্ধে তার থেকে কয়েক কোটি টাকা নেওয়ার অভিযোগ করেন। এবার সেই চিঠির তদন্ত চেয়ে সিবিআইয়ের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সুদীপ্তর চিঠি উদ্দেশ্যপ্রণোদিত।

সিবিআই ডিরেক্টরকে লেখা চিঠিতে শুভেন্দুর অভিযোগ, তাঁর মন্ত্রীসভা থেকে ইস্তফা দেওয়ার পরেই সুদীপ্ত সেনের ওই চিঠি সামনে আসে এবং তা সংবাদমাধ্যমের হাতে পৌঁছে যায়। অতিপ্রভাবশালীরাই জেল কর্তৃপক্ষের সঙ্গে মিলে সুদীপ্ত সেনকে দিয়ে ওই চিঠি লিখিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। সেই কারণেই এই চিঠির যথাযথ তদন্ত করে দেখার জন্য সিবিআইকে আবেদন করেন শুভেন্দু।

গত ৯ ডিসেম্বর লেখা চিঠিতে শুভেন্দু আরও লিখেছেন, বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা মামলার তদন্ত চলছে। কিন্তু সেই তদন্তে হস্তক্ষেপ করার চেষ্টা হচ্ছে। চিঠিতে শুভেন্দু ‘প্রভাবশালী’ কথার উল্লেখ করলেও, এই প্রভাবশালী কারা তা তিনি লেখেননি।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর সুদীপ্ত সেনের এই চিঠি প্রকাশ্যে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে সুদীপ্ত দাবি করেন, তিনি সুজন চক্রবর্তীকে ৯ কোটি, শুভেন্দু অধিকারীকে ৬ কোটি, অধীর চৌধুরীকে ৬ কোটি ও বিমান বসুকে ২ কোটি টাকা দিয়েছিলেন। এছাড়া তার থেকে টাকা নেওয়া অনেক নেতারা এখন বিজেপি যোগ করতে চান বলেও তিনি চিঠিতে দাবি করেন।


সম্পর্কিত খবর