অভিষেকের মতো…! রাজভবনের সামনে বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন শুভেন্দু! সিপির কাছে চিঠি

   

বাংলা হান্ট ডেস্কঃ ক্রমেই জোরালো হচ্ছে ভোট পরবর্তী হিংসা ইস্যু। বৃহস্পতিবার নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্ত নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যদিও ‘পুলিশি বাধা’ পেয়ে খালি হাতেই ফিরতে হয় তাঁকে। ইতিমধ্যেই এই নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবার রাজভবনের (Raj Bhavan) সামনে ৫ দিন ধর্নায় বসতে চাইলেন তিনি।

ইতিমধ্যেই রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে পুলিশ কমিশনারকে (Commissioner of Police) চিঠি লিখেছেন BJP বিধায়ক। জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে আগামী ১৯ জুন থেকে ৫ দিন রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে সিপিকে চিঠি লিখেছেন তিনি। তবে এখনও অনুমতি না মেলায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

তৃণমূল যদি পাঁচ দিন ধর্নায় বসার অনুমতি পায়, তাহলে তাঁরা কেন পাবেন না? প্রশ্ন তুলেছেন শুভেন্দু। একইসঙ্গে জানিয়েছেন, রাজ্যপাল যদি সময় দেন তাহলে রবিবার নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্ত ১০০ জনকে নিয়ে রাজভবনে যাবেন তিনি।

আরও পড়ুনঃ বড় খবর! দুর্নীতির জেরে বাতিল হয়ে যাবে গোটা NEET পরীক্ষা? মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

শুভেন্দুর কথায়, ‘তৃণমূল কংগ্রেসকে ৫ দিন ধর্নায় বসার জন্য অনুমতি দিয়েছিল কলকাতা পুলিশ। আমি কলকাতার পুলিশ কমিশনার চিঠি দিয়েছি। তবে এখনও অবধি সিপি কোনও উত্তর দেননি। মঙ্গলবার ফের মনে করাব বলে ঠিক করছি। আর যদি রাজ্যপাল অনুমতি দেন, তাহলে রবিবার ১০০ জন আক্রান্তকে নিয়ে ওনার সঙ্গে দেখা করতে যাব’।

এদিকে ইতিমধ্যেই এই নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দলের নেতা অরূপ চক্রবর্তী। TMC নেতার কটাক্ষ, ‘ছেলেবেলায় ময়ূরপুচ্ছ কাকের গল্প পড়েছিলেন। একবার একটা কাকের হঠাৎ ময়ূর সাজার ইচ্ছা হয়েছিল। ময়ূরের পালক গায়ে লাগিয়ে সে ময়ূর সেজেছিল। তবে অন্য একটা কাক যখন কা কা করে ডেকেছিল, তখন ওই কাকটাও একই সুরে ডেকে ওঠে। ব্যস, তখনই ধরা পড়ে যায়। শুভেন্দু অধিকারীরও অভিষেক বন্দ্যোপাধ্যায় হওয়ার ইচ্ছা হয়েছে। নকল করতে হবে। নিজস্বতা তো কিছু নেই’।

Suvendu Adhikari

অরূপ আরও বলেন, ‘কেন্দ্র বাংলার প্রাপ্য টাকা আটকে রাখায় অভিষেক ধর্নায় বসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাকা আটকে রাখে না। উল্টে টাকা দেয়। সেই জন্য বলব, নকল না করে নিজস্ব রাজনীতি করুন’। TMC নেতার খোঁচা, ১৫-২০ দিনের মধ্যে BJP নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করবে। সেই দৌড়ে টিকে থাকতেই শুভেন্দু এসব করছেন বলে দাবি করেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর