বাংলাহান্ট ডেস্কঃ কাঁথি থেকে কলকাতা যাওয়ার পথে হামলা চলল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) গাড়িতে। লাঠি, বাঁশ নিয়ে হামলা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উঠল লাঠি দিয়ে তাঁর গাড়িতে আঘাত করার অভিযোগও। পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী।
ঘটনাটি ঘটে সোমবার মেদিনীপুরের মারিশদাতে। অভিযোগ উঠেছে, কাঁথি থেকে শুভেন্দু অধিকারী যখন কলকাতা ফিরছিলেন, তখন তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় তৃণমূল কর্মীরা। লাঠি, বাঁশ নিয়ে তাঁর গাড়ির উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। ঘটনার তদন্তে নেমেছে মারিশদা থানার পুলিশ।
জানা গিয়েছে, প্রায় ৭০ জন একসঙ্গে মিলে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন শুভেন্দুর গাড়ি ঘিরে। আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অশ্লীল ভাষা প্রয়োগ করতেও শোনা যায়। তবে এই হামলাকারীরা স্থানীয় তৃণমূল নেতা নন্দ দুলাল মাইতি ও বিকাশ মাইতির অনুগামী বলে চিহ্নিত করেছেন শুভেন্দু অধিকারী।
যদিও নিজেদের দিকে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ রূপে নস্মাৎ করে দিয়েছে সবুজ শিবির। তাঁদের দাবী সায়নী ঘোষের গ্রেফতারের প্রতিবাদে জেলার বিভিন্ন জায়গায় বের হওয়া মিছিলের মধ্যেই হয়ত কোন জায়গায় শুভেন্দু অধিকারীর গাড়ি পড়ে গিয়েছিল।
এই ঘটনার বিষয়ে বিজেপির দাবি, মাইক্রোফোনে শুভেন্দুকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছিল। এই ঘটনা নতুন কিছু নয়। এর আগেও শুভেন্দু অধিকারিকে একাধিকবার বিরোধীদের আক্রমণের সম্মুখীন হতে হয়েছিল। তবে এবারে তাঁর সঙ্গে জেড ক্যাটাগরির নিরাপত্তা থাকায়, বিজেপি নেতার গাড়িতে বিশেষ কোন ক্ষতি হয়নি।