বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট পূর্বে, গতকাল মথুরাপুরে দলীয় জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেখান থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য শোনা যায় বিজেপি নেতার গলায়। রবিবার মুসলিম অধ্যুষিত মালদার (Malda) ভরা সভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ‘যে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ঢুকেছ তাকে কাঁটাতারের বেড়ার ওপারে যেতে হবে। সে হিন্দু হোক আর মুসলমান হোক।’
বিরোধী দলনেতার এই মন্তব্য নিয়েই জোর চৰ্চা শুরু হয়েছে রাজনীতির অন্দরে। কারণ বিজেপি কাঁটাতার পেরিয়ে আসা মুসলমানদের ‘অনুপ্রবেশকারী’ মনে করলেও একই ভাবে আসা হিন্দুদের অবশ্য ‘শরণার্থী’ মনে করে। তাহলে দলের সাথে শুভেন্দুর বক্তব্যের মিল কোথায় থাকলো! অন্যদিকে ইতিমধ্যেই এই নিয়ে এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
ঠিক কি বলেছেন তিনি? সুকান্ত বলেন, ‘‘আমরা কাউকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাই না। দলের অবস্থান তা নয়।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা কাউকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাই না। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সিএএ-এর মাধ্যমে বাকিদের নাগরিকত্ব দিতে চাই। এটাই আমাদের দলের অবস্থান।”
শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “বিরোধী দলনেতা ঠিক কী বলেছেন আমি জানি না। আপনি যা বলছেন সেটা ঠিক হলে মনে হয়, তিনি ব্যক্তিগত মত দিয়েছেন হয়তো। তিনি কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলেছেন, সেটা আমি ওঁর সঙ্গে কথা বলে জানব। তবে, এই নিয়ে রাজ্যবাসীর উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।’’
প্রসঙ্গত, গতকাল শুভেন্দু বলেন, “আমরা রাষ্ট্রবাদীদের সঙ্গে আছি। যারা কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ঢুকেছ তাকে কাঁটাতারের বেড়ার ওপারে যেতেই হবে। সে হিন্দু হোক আর মুসলমান হোক। কাঁটা তারের বেড়া ডিঙিয়ে ভেতরে এলে তার সঙ্গে কোনও ব্যাপার নেই।”
একদিকে যেখানে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, আগে ঠিক আগে শুভেন্দু অধিকারী নিজের জনসভায় সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গ টেনে আনায় নানা জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।