‘রাষ্ট্রবাদী মুসলিম চাই না, সংখ্যালঘু ভোট চাই না’, লোকসভায় ভরাডুবির পর বিস্ফোরক শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ ফের বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সদ্য মিটেছে লোকসভা ভোট (Loksabha Election)। আর ভোটের ফলাফল যা তাতে রাজ্য তো দূর, গোটা দেশেও অনেকাংশেই মুখ থুবড়ে পড়েছে বিজেপি (BJP)। আগেরবার বাংলায় যেখানে বিজেপির ঝুলিতে এসেছিল ১৮ খানা আসন এবারে এক ধাক্কায় তা কমে হয়েছে ১২। কেন এই লজ্জার হার? এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। লোকসভায় ভরাডুবি নিয়ে বঙ্গ বিজেপি-র অন্দরেই দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। সেই আবহেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

‘সংখ্যালঘু ভোট চাই না’ সাফ কথা শুভেন্দুর (Suvendu Adhikari)

‘রাষ্ট্রবাদী মুসলিম চাই না’, ‘সংখ্যালঘু ভোট চাই না’ এবার একথাই শোনা গেল নন্দীগ্রাম বিধায়কের মুখে। গেরুয়া শিবিরের নবনির্বাচিত সাংসদদের সংবর্ধনা জানাতে এদিন রাজ্য বিজেপির তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে থাকেন শুভেন্দু।

   

রাজ্যের বর্তমান পরিস্থিতি, পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা। লোকসভা নির্বাচন ও উপনির্বাচনে তৃণমূলের দুষ্কৃতীদের ‘তাণ্ডব’ নিয়েও আওয়াজ তুলতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। এরপরই রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে শুভেন্দু বলেন, ‘সাব কা সাথ সাবকা বিকাশ চাই না,, যো হাম লোগো কে সাথ , হাম উনকে সাথ।’

Suvendu Adhikari

আরও পড়ুন: স্থগিতাদেশ! নিয়োগ দুর্নীতিতে অভিষেকের মামলায় বড় আপডেট, কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

শুভেন্দু আরও বলেন, “আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। সব ছেড়ে বিজেপি-তে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পর আমি বিজেপি-তে যোগ দেই নি। যতদিন রাজনীতি করব বিজেপি করব। বিজেপি, সনাতন, ভারতীয় সংস্কৃতী এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার অবসর হবে। এটুকু আমি কমিটমেন্ট করতে চাই।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর