’টাইট দিয়ে এসেছি’, ‘এরপর বাংলায় যে অ্যাকশন হবে..’, শাহি সাক্ষাতের পরই হুঙ্কার শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Election)। সেই ভোটকে পাখির চোখ করে শাসক-বিরোধীর প্রস্তুতি তুঙ্গে। এদিকে আগামী ৮ ফেব্রুয়ারী রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ। এরই মধ্যে রবিবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শাহি তলবেই তার এই সফর ছিল বলে জানা গিয়েছে। শুভেন্দু অবশ্য এই সফর নিয়ে আগাম কিছু না বলতে না চাইলেও সোমবার দেশের উপরাষ্ট্রপতি সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গেও একান্ত সাক্ষাৎ করেন শুভেন্দু। আর কাজ সেরেই ফুল ‘অ্যাকশনের’ ফর্মে বিরোধী দলনেতা।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিল্লিতে জানিয়েছেন শুভেন্দু। দুর্নীতি ইস্যুতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রীদের নালিশ জানিয়ে এসেছেন তিনি। এ ছাড়াও সামনেই লোকসভা নির্বাচন, তার আগে বাংলার বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও শাহি আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

সম্প্রতি যে সিএজি রিপোর্ট (CAG Report) নিয়ে বাংলায় শোরগোল পড়ে যায়, জানা গিয়েছে সেই রিপোর্টকে হাতিয়ার করে দুর্নীতি ইস্যুতে সরব হন শুভেন্দু। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, ক্ষমতায় আসার পর তৃণমূল (TMC) সরকার কেন্দ্রীয় অনুদানের প্রায় ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকা খরচের শংসাপত্র কেন্দ্রকে দেখাতে পারেনি। আর এই কেলেঙ্কারির জেরেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে।

এদিন দিল্লিতে হাইভোল্টেজ সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যা আলোচনা হয়েছে সেটা আমি সংবাদমাধ্যমের সামনে বলতে চাই না। তবে আগামী দিনে বাংলায় যে অ্যাকশন হবে তা থেকেই সব বুঝতে পারবেন।’

পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে আমি বাংলার সরকার সম্পর্কে কিছু অভিযোগ জানিয়েছি। ক্যাগ রিপোর্ট নিয়ে যথাযত তদন্তের আর্জিও জানিয়েছি।’ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে বাংলার জিএসটি নিয়ে অডিট করার বিষয়েও আর্জি জানিয়েছেন তিনি।

suvendu sm

আরও পড়ুন: শীত খতম! এবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হাজির অন্য দুর্যোগ: ভয়ঙ্কর আপডেট দিল আবহাওয়া দপ্তর

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে তার সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ ছিল বলে মন্তব্য করেন শুভেন্দু। বৈঠক সেরে সোমবার রাতেই উড়ানে কলকাতায় ফিরে আসেন শুভেন্দু। বিমানবন্দরে দাঁড়িয় সংবাদমাধ্যমের সামনে নিজেরদিল্লি সফর নিয়ে শুভেন্দু বলেন,’ টাইট দিতে গিয়েছিলাম। টাইট দিয়ে এসেছি।’ লোকসভা ভোটের আগে শুভেন্দুর এই দিল্লিযাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর