বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দোরগোড়ায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। কিছুদিনের অপেক্ষা মাত্র। বছর পেরোলেই ভোটানুষ্ঠান। নির্বাচনের নির্ঘন্ট এখনো প্রকাশ হয়নি ঠিকই, তবে ইতিমধ্যেই জোর কদমে আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে বঙ্গের শাসক দল থেকে শুরু করে বিরোধী শিবির। চলছে সভা, তারপর তার উত্তরে পাল্টা সভা।
বঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূর্বে বারংবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari) সভা বানচালের অভিযোগ উঠেছে শাসক দলের ওপর। ফের সেই মতোই শুভেন্দুর সভায় মিলল না অনুমতি। আবারও শিশির পুত্রের সভাকে কেন্দ্র করে তৈরি হল জটিলতা। এর আগেও বহুবার তাঁর সভায় অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগের সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা। এবারেও তার ব্যতিক্রম ঘটল না। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জে সংকল্প সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর।
শনিবার, বসিরহাটের হিঙ্গলগঞ্জ (Hingalgunj) বিধানসভার রামেশ্বরপুর-বরুনহাট গ্রাম পঞ্চায়েতের বরুনহাটের একটি মাঠে বিজেপির গণতন্ত্র প্রতিষ্ঠা সংকল্প সভায় উপস্থিত হওয়ার কথা ছিল বিরোধী দলনেতার । সেই মত চাওয়া হয় অনুমতিও। তবে সেই সভায় অনুমতি মেলেনি বলে জানানো হল প্রশাসন তরফে। পুলিশ প্রশাসন সূত্রে খবর, যে মাঠে বিরোধী দলনেতার সভা করার কথা ছিল, সেই মাঠের মালিক রাজি হননি মাঠ দিতে। সেজন্যই সভার অনুমতি দেওয়া যাচ্ছে না।
তবে এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি শিবির। তাঁদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য মাফিক বিরোধী দলনেতাকে সভা করতে দেওয়া হচ্ছে না। বারংবার তাঁর সভা বানচাল করার প্রচেষ্টা করা হচ্ছে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ছুঁড়ে দিয়েছে গেরুয়া বাহিনী। বিজেপির অভিযোগ, প্রথমে তাঁরা বরুণহাটেরই একটি মাঠে সভা করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু জমির মালিকের ছাড়পত্র না পাওয়ায় তাঁরা হাইকোর্টে যান । হাইকোর্টের নির্দেশ মতো বরুণহাটেরই অপর একটি জমি বেছে সেখানে সভা করার পরিকল্পনা করেন তাঁরা। কিন্তু বিজেপি নেতৃত্বের দাবি, পুলিশ ওই মাঠের এনওসি দেয়নি। এর পর কোন স্থানে তাদের সভার আয়োজন করা হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি বিজেপি তরফে।