‘প্রধানমন্ত্রীর পায়ে পড়ার প্রয়োজন নেই, শুধু সংবিধানটুকু মেনে চলুন’- মমতাকে কটাক্ষ শুভেন্দুর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে পড়ার প্রয়োজনে নেই, সংবিধানটুকু শুধু মেনে চলুন আপনি’- এমনভাবেই মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।

বিষয়টা হল- শুক্রবার ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তীতে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও এদিন বাংলায় ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে আকাশপথে পরিদর্শনে যান। তবে একই এলাকায় থাকলেও, প্রধানমন্ত্রীর ডাকা রিভিউ বৈঠকে আধঘন্টা দেরীতে পৌঁছান মুখ্যমন্ত্রী।

নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কারণ হিসেবে তিনি বলেন- সাগর দ্বীপ থেকে কলাইকুন্ডা পৌঁছতে মুখ্যমন্ত্রী প্রথমত ২০ মিনিট দেরী হয়। আর বাতাসের তাঁর হেলিকপ্টার আকাশেই কিছুক্ষণ চক্কর কাটছিল, সেই কারণে মুখ্যমন্ত্রী বৈঠকে পৌঁছতে কিছুটা দেরী হয়।

আর এই ঘটনার পর থেকেই বিরোধী নেতৃত্বরা নানাভাবে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু এদিন সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, তাঁকে অপমান এবং বদনাম করার জন্য এসমস্ত করা হচ্ছে। সেইসঙ্গে তিনি আরো বলেন, রাজ্য এবং রাজ্যবাসীর প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর পা পর্যন্ত ছুঁতে পাড়ি। কিন্তু এভাবে অপমান করবেন না। বাংলাকে বদনাম করবেন না’।

পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ‘কেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর একান্ত আলোচনায় রাজ্যের বিরোধী দলনেতাকে ডাকা হল? গুজরাট কিংবা ওড়িশার ক্ষেত্রে তো কই এমনটা দেখা গেল না। তাহলে বাংলায় কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে?’

মুখ্যমন্ত্রীর এই কথার পাল্টা জবাব দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘ওড়িশার ইয়াস বৈঠকে বিরোধী দলনেতাকে ডাকা হলেও, তিনি করোনা পজেটিভ হওয়ার কারণে সেখানে উপস্থিত হতে পারেননি। মুখ্যমন্ত্রী মনে হয় এসব জানেন না। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে পড়ার প্রয়োজনে নেই, সংবিধানটুকু শুধু মেনে চললেই হবে’।

X