নাম বদলে কেন্দ্রের প্রকল্প ‘চুরি’, জেলাশাসকের বিরুদ্ধে মোদীকে নালিশ ঠুকলেন শুভেন্দু

বাংলাহান্ট ডেস্ক : এবার রাজ্যের এক জেলাশাসকের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ এনে সরব হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জেলাশাসক হয়েও রাজ্যের শাসক দলের কর্মসূচি রূপায়নের কাজ করছেন এমনই অভিযোগ এনেছেন তিনি। আর এই বিষয়ে চিঠি লিখে কেন্দ্রের কাছে নালিশও ঠুকলেন বিরোধী দলনেতা। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি।

উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ মীনার বিরুদ্ধেই এই অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। ওই জেলাশাসকের বিরুদ্ধে চিঠি লিখে তিনি কেন্দ্রকে জানান যে কেন্দ্রের একাধিক প্রকল্পের নাম পরিবর্তন করে নিজেদের বলে প্রচার করতে চাইছেন ওই জেলাশাসক। কেন্দ্রীয় ক্যাডার হয়ে রাজ্যে ডেপুটেশনে থাকা আমলা রাজ্য সরকারের উদ্দ্যেশ্য চরিতার্থ করতে নির্দেশিকা জারি করেছেন।

গত ২০ এপ্রিল জেলাশাসকের জারি করা একটি নির্দেশিকার প্রসঙ্গ টেনে শুভেন্দু আরও দাবী করেন যে, সেই নির্দেশিকায় জেলাশাসক যে সব প্রকল্পের কথা বলেছেন তা ইতিমধ্যেই কেন্দ্রের রয়েছে। কেন্দ্রের প্রকল্পগুলিকেই নাম পরিবর্তন করে ব্যবহার করেছেন জেলাশাসক। যেমন বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনারই নামান্তর, স্বচ্ছ ভারতের নাম বদলে করা হয়েছে মিশন নির্মল বাংলা। প্রধানমন্ত্রী সড়ক যোজনার নাম বদলে করা হয়েছে বাংলা গ্রামীণ যোজনা।

কেন্দ্রকে লেখা এই চিঠিতে শুভেন্দু কটাক্ষ করে এও বলেন যে, জেলাশাসকের ভূমিকা দেখে মনে হয় শাসকদলের কর্মসূচি বাস্তবায়িত করার দায়িত্ব তাঁর উপরেই রয়েছে। পুরো বিষয়টিকে নিয়ে যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে তা বলাই বাহুল্য। যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি জেলাশাসক বা তৃণমূলের তরফে।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর